× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ০৫:৪২ এএম

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

ভোরের আকাশ প্রতিবেদক: অতিরিক্ত সচিব মো: জাকারিয়াকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দেওয়া নিয়োগ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একটি মানবাধিকার সংগঠন ও তিন আইনজীবীর করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়েছে। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, বায়েজীদ হোসাইন ও নাঈম সরদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ, সহকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট একরামুল কবির ও অ্যাডভোকেট মো. ঈসা।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সেবিষয়ে জানতে চেয়ে বিবাদীদের প্রতি আইনী নোটিশ পাঠানো হয় গত ২৩ জানুয়ারি। নোটিশ গ্রহণের তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। মানবাধিকার প্রতিষ্ঠান ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট, অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, অ্যাডভোকেট নাঈম সরদার  ও অ্যাডভোকেট ওসমান গনির পক্ষে নোটিশ দেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। নোটিশে বলা হয় - ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনের ৯ ধারানুযায়ী খাদ্য বিষয়ে অন্যুন ২৫ (পঁচিশ) বছরের পেশাগত অভিজ্ঞতা এবং বিস্তৃত বিশেষায়িত জ্ঞান ও দক্ষতাসম্পন্ন কোনো ব্যক্তি চেয়ারম্যান হিসাবে নিয়োগ লাভের যোগ্য হবেন। অথচ বর্তমান চেয়ারম্যান একজন অতিরিক্ত সচিব। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আইনের ৯ ধারার কোনো যোগ্যতাই তার নেই। নোটিশে আরও বলা হয়, কোন্ যোগ্যতাবলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের বর্তমান চেয়ারম্যান তার পদে রয়েছেন সে সম্পর্কে বিবাদীদের উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে রিট আবেদন করা হবে। নোটিশের জবাব না পেয়ে হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দাখিল করা হয়। মঙ্গলবার এই রিট আবেদনের ওপর শুনানি হয়। 
মঙ্গলবার আদেশের পর ব্যারিস্টার মোহাম্মদ  হুমায়ন কবির পল্লব বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদটি একটি টেকনিক্যাল পোস্ট। আইন অনুযায়ী চেয়ারম্যানকে খাদ্য বিষয়ে অর্থাৎ খাদ্যের উৎপাদন, মজুদ, সরবরাহ এবং সার্বিক বিষয়ে নূন্যতম ২৫ বছরের বিশেষায়িত অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।  অথচ এখানে নিয়োগ দেওয়া হয়েছে একজন সরকারি আমলাকে যার খাদ্য সম্পর্কে কোনো  অভিজ্ঞতাই নেই। ফলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠনের উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন। আশা করছি সংশ্লিষ্টরা রুলের জবাব দিবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
 

ভোরের আকাশ/মি
 

  • শেয়ার করুন-
 শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংশ্লিষ্ট

শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

জামিন পেলেন ব্লগার অভিজিৎ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ফারাবী

জামিন পেলেন ব্লগার অভিজিৎ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ফারাবী

৭ দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

৭ দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক