নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ০১:০৩ পিএম
চাঁনখারপুল গণহত্যা মামলা: ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা, আসামি ৮
বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে গণহত্যার মামলায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। জুলাই-আগস্ট গণহত্যায় এটিই প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। সোমবার (২১ এপ্রিল) ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টে রাজধানীর চানখারপুলে হত্যাযজ্ঞের তদন্ত শেষ হয়েছে। এতে আসামির সংখ্যা ৮ জন।
এর আগে রোববার শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং ১৪ দলের বিভিন্ন নেতাসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে জুলাই-আগস্টে গণহত্যায় সংশ্লিষ্ট থাকার প্রমাণ পাওয়া গেছে।
ভোরের আকাশ/এসএইচ