নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫ ০৮:৫৯ পিএম
সারাদেশে একযোগে ২৫২ বিচারককে বদলি
সারাদেশের বিভিন্ন আদালতের ২৫২ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার (২ জুন) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম জানান, বদলি ও পদায়ন হওয়া বিচারকদের মধ্যে ১৬২ জন সহকারী ও সিনিয়র সহকারী জজ রয়েছেন।
এছাড়াও ৩৮ জন অতিরিক্ত জেলা জজকে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে। অন্যদিকে ১২ জন বিচারককে দেওয়া হয়েছে পদোন্নতি।
ভোরের আকাশ/এসএইচ