× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ২১০ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ০৫ মে ২০২৫ ১০:০২ পিএম

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ২১০ জনের বিরুদ্ধে মামলা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ২১০ জনের বিরুদ্ধে মামলা

জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২১০ জনের বিরুদ্ধে মামলা।

সোমবার ( ৫ মে) দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল (দ্রুত বিচার) ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি মো. আজমত আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (৪ মে) সকালে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক ও বাংলা বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. আশিকুর রহমান বাদী হয়ে ময়মনসিংহ দ্রুত বিচার আদালতে এই মামলাটি দায়ের করেন বলে জানান তিনি।

এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতাকর্মী, আওয়ামীপন্থি শিক্ষক ও কর্মকর্তাদের আসামি করা হয়।

মো. আজমত আলী জানান, ভুক্তভোগী বাদী বিজ্ঞ আদালতে এই মামলাটি দায়েরের পর ওইদিন সন্ধ্যায় আদালতের বিচারক মোছা. নাসিমা খাতুন বাদীর অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

নথি অনুযায়ী এই মামলায় প্রধান আসামি করা হয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাকিবুল হাসান রনিসহ ২১০ জন কে আসামী করা হয়েছে।

বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, বিগত জুলাই-আগষ্টের সরকার পতনের আন্দোলন দমনে গত বছরের ৩ আগষ্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করেন ছাত্রলীগ ও আওয়ামীপন্থি শিক্ষক ও কর্মকর্তারা। ওই সমাবেশে তারা শিক্ষার্থীদের আন্দোলন প্রতিহতের ঘোষণা দিয়ে ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দেন। এর পরদিন গত বছরের ৪ আগষ্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতিকালে আন্দোলনকারীদের ওপর আসামীদের পরস্পর যোগসাজসে সশস্ত্র হামলা চালিয়ে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগ। এতে কমপক্ষে ১২ জন শিক্ষার্থী আহত হয়। এ সময় আসামীরা বেশ কিছু মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করে।

বাদী আশিকুর রহমান বলেন, প্রায় ৯ মাস পর দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে আদালতে ন্যায়বিচারের জন্য মামলা করেছি।   

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 মেট গালায় তারকাদের মোবাইল-সেলফি নিষিদ্ধ, থাকছে আরও কঠোর নিয়ম

মেট গালায় তারকাদের মোবাইল-সেলফি নিষিদ্ধ, থাকছে আরও কঠোর নিয়ম

 সীমান্ত সুরক্ষায় মনোযোগ দিন, দাঙ্গায় নয়: মোদিকে মমতা

সীমান্ত সুরক্ষায় মনোযোগ দিন, দাঙ্গায় নয়: মোদিকে মমতা

 স্বেচ্ছায় নিজ দেশে ফিরলে অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন

স্বেচ্ছায় নিজ দেশে ফিরলে অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন

সংশ্লিষ্ট

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ২১০ জনের বিরুদ্ধে মামলা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ২১০ জনের বিরুদ্ধে মামলা

আদালতে পুলিশের সঙ্গে হাজী সেলিমের চিৎকার-চেঁচামেচি

আদালতে পুলিশের সঙ্গে হাজী সেলিমের চিৎকার-চেঁচামেচি

নিজ বাড়িতে বসবাসের অধিকার ফিরে পেলেন তুরিন আফরোজের মা

নিজ বাড়িতে বসবাসের অধিকার ফিরে পেলেন তুরিন আফরোজের মা

৪ দিনের রিমান্ডে কক্সবাজারের সাবেক এমপি জাফর

৪ দিনের রিমান্ডে কক্সবাজারের সাবেক এমপি জাফর