আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫ ০৫:২৮ এএম
দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র-ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি
দীর্ঘ আলোচনার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। স্কটল্যান্ডে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন।
চুক্তি অনুযায়ী, ইউরোপীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করবে। সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, স্কটল্যান্ডের টার্নবেরিতে নিজের গলফ রিসোর্টে সংবাদ সম্মেলনে ফন ডার লিয়েনের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার এই বাণিজ্য চুক্তির ঘোষণা দেন ট্রাম্প।
তিনি বলেন, “আজ আমরা চুক্তি করলাম, এটা খুব ভালো হলো। কোনো ধরনের খেলা না খেলে একটা সমঝোতায় পৌঁছাতে পারা দারুণ ব্যাপার।”
চুক্তি অনুযায়ী, ইউরোপীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করবে। এর আগে যুক্তরাষ্ট্র ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিল।
এক প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ১৫ শতাংশের নিচে শুল্ক হার নামাবে না। তিনি আরও বলেন, “এটি আমাদের আরও কাছাকাছি আনবে... এক ধরনের অংশীদারিত্ব তৈরি হবে”। এই চুক্তিকে তিনি “এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি” বলেও উল্লেখ করেন এবং জানান, যুক্তরাষ্ট্র আরও তিন-চারটি দেশের সঙ্গে চুক্তির কথা ভাবছে।
অন্যদিকে চুক্তির অংশ হিসেবে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৭৫০ বিলিয়ন ডলারের জ্বালানি ও সামরিক সরঞ্জাম কিনবে। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “জ্বালানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান।”
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনও চুক্তির প্রশংসা করে বলেন, এটি “বড় ধরনের একটি চুক্তি”। তিনি বলেন, “বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে এই চুক্তি হয়েছে, যা কঠিন আলোচনার পর সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “এই চুক্তি স্থিতিশীলতা ও পূর্বানুমানযোগ্যতা আনবে— যা উভয়পারের ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
ফন ডার লিয়েন বলেন, সব ক্ষেত্রে ১৫ শতাংশ হারে শুল্ক কার্যকর হবে বলে দুই পক্ষ সম্মত হয়েছে। তিনি বলেন, “আমি শুরুতেই জানতাম এটা কঠিন হবে, কিন্তু শেষ পর্যন্ত ভালো একটি ফলাফলে পৌঁছাতে পেরেছি।”
ভোরের আকাশ//হ.র