আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫ ০৭:০৪ এএম
গাজায় ইসরায়েলি হামলায় নারী চিকিৎসকের ৯ শিশুসন্তান নিহত
গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে ফিলিস্তিনি চিকিৎসক ডা. আলা আল-নাজ্জারের নয়টি শিশুসন্তান। হামলায় আহত হয়েছেন তার স্বামী ডা. হামদি ও ১১ বছর বয়সী ছেলে আদম, যিনি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
নাসের হাসপাতালের সঙ্গে কাজ করা ব্রিটিশ সার্জন গ্রায়েম গ্রুম বলেন, “যে নারী শিশুদের চিকিৎসায় জীবন উৎসর্গ করেছেন, তিনি এক মিসাইল হামলায় নিজের প্রায় সব সন্তান হারিয়েছেন—এটা অকল্পনীয় বর্বরতা।”
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা খান ইউনিসে ‘সন্দেহভাজনদের’ লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং বেসামরিক হতাহতের ঘটনা তদন্তাধীন।
হামলার পর ধ্বংসস্তূপ থেকে পোড়া শিশুদের মরদেহ উদ্ধার করা হয়, যার ভিডিও প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে ৮ শিশুর মৃত্যুর কথা জানানো হলেও পরে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯-এ।
এই ঘটনার প্রতিক্রিয়ায় নিহতদের স্বজন ইউসুফ আল-নাজ্জার বলেন, “আর না! আমাদের দয়া করুন! আমরা ক্লান্ত, ক্ষুধার্ত ও গৃহহীন।”
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজার জনগণ এখন যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। খাদ্য, পানি ও জ্বালানির তীব্র সংকটে মানবিক বিপর্যয় চলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৫৩,৯০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় ১৬,৫০০ শিশু রয়েছে।
সূত্র: বিবিসি
ভোরের আকাশ//হ.র