আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫ ০২:৫৩ এএম
ভারতীয় হুমকি মোকাবিলায় প্রস্তুতি: আইএসআই সদর দপ্তরে প্রধানমন্ত্রী শাহবাজ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মঙ্গলবার দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে বহিঃশক্তির সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় পাকিস্তানের প্রস্তুতি সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।
কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া হামলার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করার ইঙ্গিত দেয়, যা ইসলামাবাদ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। পাকিস্তান নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেছে, কোনো প্রমাণ ছাড়াই ভারত এই অভিযোগ করছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) বিবৃতিতে জানানো হয়, আইএসআই সদর দপ্তরে একটি বিশদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ব সীমান্তে ভারতের ‘আক্রমণাত্মক ও উসকানিমূলক মনোভাব’ এবং সেই প্রেক্ষিতে বহিঃশক্তির হুমকি মোকাবিলায় প্রস্তুতির বিষয় তুলে ধরা হয়।
ব্রিফিংয়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, হাইব্রিড যুদ্ধ কৌশল, ছায়া সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা এবং ঐতিহ্যবাহী সামরিক প্রস্তুতির দিকগুলো উঠে আসে।
শাহবাজ শরিফের সঙ্গে উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর উপস্থিত ছিলেন। এছাড়া, আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিক এবং সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীও উপস্থিত ছিলেন।
বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা রক্ষায় আগাম সতর্কতা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং আভিযানিক সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
ভোরের আকাশ//হ.র