× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকটকের সময়সীমা আরও ৯০ দিন বাড়ালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৫ ০২:০২ এএম

টিকটকের সময়সীমা আরও ৯০ দিন বাড়ালেন ট্রাম্প

টিকটকের সময়সীমা আরও ৯০ দিন বাড়ালেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রে টিকটকের বিক্রি বা নিষেধাজ্ঞার সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানায়, টিকটকের বিরুদ্ধে নেওয়া আইনগত পদক্ষেপে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় এই সময়সীমা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এর মাধ্যমে চীনা মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্র-ভিত্তিক সম্পদ বিক্রির জন্য নতুন সময়সীমা দেওয়া হয় ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে মার্কিন কংগ্রেসের নির্দেশে দুইবার নিষেধাজ্ঞার কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করেছিলেন ট্রাম্প। ২০২4 সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকরের কথা ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে একটি আইন পাসের মাধ্যমে বলা হয়, টিকটক যদি মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের কাছ থেকে বিক্রি না হয়, তবে অ্যাপটি নিষিদ্ধ ঘোষণা করা হবে। আইন প্রণেতারা দাবি করেন, টিকটক জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।

তবে টিকটক এ দাবি অস্বীকার করে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ১৭ কোটি ব্যবহারকারীর নিরাপত্তা ও অ্যাপটি সচল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, "আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব ও সমর্থনের জন্য কৃতজ্ঞ।"

ট্রাম্প নিজেও তার প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে জানান, টিকটকের বিক্রির বিষয়ে চূড়ান্ত চুক্তি ১৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

বিশ্লেষকরা মনে করছেন, বাইটড্যান্সের যেকোনো বিক্রয় বা আংশিক মালিকানা হস্তান্তরের জন্য চীনা সরকারের অনুমোদন প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, বাইটড্যান্সকে চীনা কর্তৃপক্ষ মার্কিন ব্যবহারকারীদের তথ্য হস্তান্তরের জন্য বাধ্য করতে পারে।

সূত্র: বিবিসি

ভোরের আকাশ//হ. র

  • শেয়ার করুন-
 শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংশ্লিষ্ট

গাজায় সৌদি আরবের খাদ্যসহায়তা পৌঁছাল, গেল ৭টি ট্রাক

গাজায় সৌদি আরবের খাদ্যসহায়তা পৌঁছাল, গেল ৭টি ট্রাক

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

গাজার মানবিক বিপর্যয় নাৎসি ক্যাম্পের চেয়েও ভয়াবহ: এরদোয়ান

গাজার মানবিক বিপর্যয় নাৎসি ক্যাম্পের চেয়েও ভয়াবহ: এরদোয়ান

গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল সফরে যেতে পারেন ইউরোপের তিন পররাষ্ট্রমন্ত্রী

গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল সফরে যেতে পারেন ইউরোপের তিন পররাষ্ট্রমন্ত্রী