× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় শিগগিরই যুদ্ধবিরতির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ১১:১২ পিএম

গাজায় শিগগিরই যুদ্ধবিরতির সম্ভাবনা

গাজায় শিগগিরই যুদ্ধবিরতির সম্ভাবনা

গাজায় চলমান সংঘাতের অবসানে আগামী কয়েকদিনের মধ্যেই যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা। যদিও চুক্তির নির্দিষ্ট ধারা এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে এখনও মতবিরোধ রয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল–কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা জানান, প্রস্তাবিত ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলি সেনারা গাজার কোন কোন অংশ থেকে সরে যাবে—তা নিয়ে আলোচনা চলছে।

তিনি জানান, ইসরায়েল এরই মধ্যে সেনা প্রত্যাহারের একটি ম্যাপ জমা দিয়েছিল, যা হামাস প্রত্যাখ্যান করে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতুন একটি ম্যাপ জমা দেয় ইসরায়েল। তবে সেটিও হামাস গ্রহণ করেনি। কারণ, প্রস্তাবিত ওই ম্যাপে যুদ্ধবিরতির সময়ও গাজার বড় একটি অংশে ইসরায়েলি সেনা মোতায়েন রাখার কথা বলা হয়েছে।

বিশেষ করে গাজার তথাকথিত ‘মোরাগ করিডোরে’ ইসরায়েলি সেনা উপস্থিতির বিষয়ে হামাসের আপত্তি সবচেয়ে তীব্র। কারণ, অভিযোগ রয়েছে—এই করিডোর ব্যবহার করে গাজায় একটি তথাকথিত ‘মানবিক শহর’ গড়ে তোলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল, যেখানে গাজার বাসিন্দাদের স্থানান্তর করা হবে এবং তাদের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে।

মধ্যস্থতাকারী দেশগুলো ধারণা করেছিল, ইসরায়েলের নতুন প্রস্তাব আলোচনায় অগ্রগতি আনবে। কিন্তু হামাস তাদের অবস্থান থেকে সরে না আসায় এই প্রত্যাশা পূরণ হয়নি। হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজার বেশিরভাগ এলাকা দখলে রেখে যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা তারা গ্রহণ করবে না।

টাইমস অব ইসরায়েল–এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নতুন ম্যাপে সেনা প্রত্যাহার সীমিত আকারে দেখানো হয়েছে। তবে এখনো গাজার প্রায় এক-তৃতীয়াংশ এলাকার নিয়ন্ত্রণ ইসরায়েলি বাহিনীর হাতে থাকবে।

তবুও ওই ফিলিস্তিনি কর্মকর্তা আশাবাদ প্রকাশ করে বলেন, এ সমস্যার সমাধান সম্ভব এবং আলোচনার অগ্রগতির মাধ্যমে আগামী কয়েকদিনের মধ্যেই একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এক ইসরায়েলি কর্মকর্তা পূর্বাভাস দিয়েছেন, চূড়ান্ত চুক্তি পেতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 অ্যান্টার্কটিকার বরফের নিচে ‘তরল সোনা’, খনিজ দখল ঘিরে বাড়ছে উত্তেজনা

অ্যান্টার্কটিকার বরফের নিচে ‘তরল সোনা’, খনিজ দখল ঘিরে বাড়ছে উত্তেজনা

 নেইমার ম্যাজিক! মাঠে ফিরেই জ্বলজ্বল করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার

নেইমার ম্যাজিক! মাঠে ফিরেই জ্বলজ্বল করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার

 আজ মায়ের জন্যই আমি ‘পূর্ণিমা’: পূর্ণিমার জন্মদিনে বিশেষ কথা

আজ মায়ের জন্যই আমি ‘পূর্ণিমা’: পূর্ণিমার জন্মদিনে বিশেষ কথা

 ৪০০ রানের রেকর্ড ভাঙতে অনীহা মুল্ডারের, মুখ খুললেন ব্রায়ান লারা

৪০০ রানের রেকর্ড ভাঙতে অনীহা মুল্ডারের, মুখ খুললেন ব্রায়ান লারা

 আমির-কিরণের সম্পর্ক এখনো ঘনিষ্ঠ, বললেন কিরণ রাও

আমির-কিরণের সম্পর্ক এখনো ঘনিষ্ঠ, বললেন কিরণ রাও

সংশ্লিষ্ট

অ্যান্টার্কটিকার বরফের নিচে ‘তরল সোনা’, খনিজ দখল ঘিরে বাড়ছে উত্তেজনা

অ্যান্টার্কটিকার বরফের নিচে ‘তরল সোনা’, খনিজ দখল ঘিরে বাড়ছে উত্তেজনা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল ফের গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল ফের গ্রেপ্তার

কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার মাঝেও মালয়েশিয়ায় রুবিও-ওয়াং ই বৈঠক

যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার মাঝেও মালয়েশিয়ায় রুবিও-ওয়াং ই বৈঠক