× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসাদের পতনের পর প্রথম পার্লামেন্ট নির্বাচন আয়োজন করছে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫ ০৫:২৬ এএম

আসাদের পতনের পর প্রথম পার্লামেন্ট নির্বাচন আয়োজন করছে সিরিয়া

আসাদের পতনের পর প্রথম পার্লামেন্ট নির্বাচন আয়োজন করছে সিরিয়া

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় আগামী সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন ব্যবস্থাপনা কমিটি। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এটি হবে নতুন কর্তৃপক্ষের অধীনে দেশটির প্রথম নির্বাচন।

অবশ্য পার্লামেন্টের এক-তৃতীয়াংশ আসনে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ সরাসরি নিয়োগ দেবেন, আর বাকি আসনগুলোতে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সিরিয়ার জনগণের পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত উচ্চকমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমাদ রোববার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানাকে জানান, ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এটি হবে নতুন কর্তৃপক্ষের অধীনে প্রথম নির্বাচন। গত ডিসেম্বর মাসে বিদ্রোহীদের আকস্মিক আক্রমণে আসাদের শাসনের অবসান ঘটে। নতুন গঠিত ২১০ আসনের পার্লামেন্টের এক-তৃতীয়াংশ আসনে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ সরাসরি নিয়োগ দেবেন, বাকি আসনগুলোতে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিটির আরেক সদস্য হাসান আল-দাঘিম সম্প্রতি এরেম নিউজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে জানান, প্রতিটি প্রদেশে একটি করে ইলেকটোরাল কলেজ গঠন করা হবে, যারা নির্বাচিত আসনগুলোতে ভোট প্রদান করবে।

এর আগে চলতি বছরের মার্চে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট শারাআ যে অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন, তাতে একটি ‘জনগণের কমিটি’ গঠনের কথা বলা হয়, যা পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন ও সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত অস্থায়ী সংসদ হিসেবে কাজ করবে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে।

আল জাজিরা বলছে, সিরিয়ায় এমন সময় নির্বাচনের ঘোষণা এলো, যখন দেশজুড়ে নতুন সরকার নিয়ে মতবিরোধ বাড়ছে। চলতি মাসের শুরুতে সুইদা প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতায় শত শত মানুষ নিহত হয়েছেন, যা দেশটির যুদ্ধোত্তর উত্তরণ প্রক্রিয়াকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

এই সহিংসতা শুরু হয় বেদুইন সশস্ত্র গোষ্ঠী ও ড্রুজ ধর্মীয় সংখ্যালঘুদের যোদ্ধাদের মধ্যে পাল্টাপাল্টি অপহরণের ঘটনায়। পরে সরকারি বাহিনী সংঘর্ষ থামানোর নামে হস্তক্ষেপ করে, তবে বাস্তবে তারা বেদুইন গোষ্ঠীর পক্ষ নেয়।

প্রতিবেদন অনুযায়ী, সরকারি বাহিনী কিছু ড্রুজ বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং তাদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ও লুটপাট চালিয়েছে।

পরিস্থিতির অবনতি ঠেকাতে ইসরায়েল হস্তক্ষেপ করে এবং সিরিয়ার সরকারি বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে বিমান হামলা চালায়। ইসরায়েল জানিয়েছে, তারা ড্রুজ সংখ্যালঘুদের রক্ষার জন্যই এই পদক্ষেপ নিয়েছে।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে : ডাঃ রফিকুল ইসলাম

আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে : ডাঃ রফিকুল ইসলাম

 হাসিনা এখনো প্রতিশোধপরায়ণ: আসিফ নজরুল

হাসিনা এখনো প্রতিশোধপরায়ণ: আসিফ নজরুল

 গণহত্যায় জড়িত শীর্ষদের বিচার এ বছরের ডিসেম্বরের মধ্যে: চিফ প্রসিকিউটর

গণহত্যায় জড়িত শীর্ষদের বিচার এ বছরের ডিসেম্বরের মধ্যে: চিফ প্রসিকিউটর

 রায়গঞ্জের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রায়গঞ্জের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

সংশ্লিষ্ট

বোতলে গাজায় ভেসে এলো চাল-ডাল, পাঠিয়েছেন এক মিসরীয় (ভিডিও)

বোতলে গাজায় ভেসে এলো চাল-ডাল, পাঠিয়েছেন এক মিসরীয় (ভিডিও)

‘গাজায় খাদ্য সংকটের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা অর্থহীন’

‘গাজায় খাদ্য সংকটের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা অর্থহীন’

দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র-ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি

দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র-ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি

ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের