আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ১১:১৪ পিএম
ট্রাম্পকে সংঘাতে না জড়ানোর আহ্বান স্টারমারের
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে না জড়াতে আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি এ আহ্বান জানান তিনি, এমন সময়ে যখন ট্রাম্প যুদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন—বিবিসি এমনটাই জানিয়েছে, সিবিএস নিউজের বরাতে।
স্টারমার বলেন, সংঘাত আরও তীব্র করে তোলার বদলে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খোঁজাই হবে দায়িত্বশীল পদক্ষেপ। তবে একইসঙ্গে ব্রিটেনের ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডেম প্রীতি প্যাটেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন—যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, তবে যুক্তরাজ্য যেন তাদের সমর্থন দেয়।
ব্রিটেনের প্রধান আইন উপদেষ্টা লর্ড হার্মার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কেবলমাত্র যুক্তরাজ্যের নাগরিকদের ওপর সরাসরি হামলার ঘটনা ঘটলে তবেই যুদ্ধের পক্ষে যুক্তি থাকতে পারে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিওর মধ্যে আলোচনার কথা রয়েছে। অন্যদিকে শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউরোপীয় তিন দেশের (ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি) পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গেও তার সাক্ষাৎ হবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।
প্রয়োজনে এ প্রতিবেদনটি আরও সংক্ষিপ্ত বা দীর্ঘরূপে উপস্থাপন করা যেতে পারে।
ভোরের আকাশ/হ.র