আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫ ১১:৩৮ পিএম
চীনে প্রবল বর্ষণ ও ভূমিধসে ৪ জনের প্রাণহানি, নিখোঁজ বহু
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে টানা ভারি বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৭ জন। দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে চীনা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ মে) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, চাংশি শহরে দুজন এবং কিংইয়াং গ্রামের কাছে আরও দুজন নিহত হয়েছেন। ভূমিধসে আটটি পরিবারের ১৯ জন আটকা পড়ার খবরও জানায় সংস্থাটি।
ঘটনার পরপরই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ৪০০ জনের বেশি উদ্ধারকর্মী—যাদের মধ্যে সেনাবাহিনীর সদস্য ও দমকল বাহিনী রয়েছে—উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন।
গুইঝোর পাশাপাশি পার্শ্ববর্তী হুনান ও জিয়াংসি প্রদেশেও ব্যাপক বৃষ্টিপাতের কারণে তৃতীয় সর্বোচ্চ মাত্রার জরুরি অবস্থা জারি করা হয়েছে।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটি একদিকে দীর্ঘ তাপদাহ, অন্যদিকে অপ্রত্যাশিত ভারী বৃষ্টিপাতের মতো চরম আবহাওয়ার সম্মুখীন হচ্ছে।
গত এক সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং ও গুয়াংশি অঞ্চলেও প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ৭ জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
আবহাওয়া সংস্থার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল ছিল চীনের গত ছয় দশকের মধ্যে সবচেয়ে উষ্ণ বছর, যা আবহাওয়ার চরমতার প্রভাব আরও প্রকট করে তুলছে।
ভোরের আকাশ/হ.র