আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ১০:০৮ এএম
“গাজার মানুষ নিরাপদে থাকুক, এটাই চাই”: ট্রাম্প
গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমি চাই গাজার মানুষ নিরাপদে থাকুক। ওরা সত্যিই নরকের ভেতর দিয়ে গেছে।”
শুক্রবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন।
একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন— তিনি কি এখনও চান যে যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ করুক? এর জবাবে ট্রাম্প বলেন, “আমি চাই গাজার মানুষ নিরাপদে থাকুক। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রথম গাজা নিয়ন্ত্রণের প্রস্তাব দেন, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপর গত তিন মাসে বিভিন্ন সময় তিনি সেই প্রস্তাব আবারও সামনে আনেন।
এই সপ্তাহের শুরুতেও ট্রাম্প আশাবাদ প্রকাশ করে বলেন, “আমি আশা করছি, আগামী সপ্তাহেই গাজায় একটি যুদ্ধবিরতি হতে পারে।” তিনি আরও জানান, গাজা ও ইরান ইস্যুতে আলোচনার জন্য শিগগিরই ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় দমন-পীড়নের নামে ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই এই অভিযানে বেসামরিক মানুষের লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করেছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৫৭ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
ভোরের আকাশ//হ.র