× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানকে সমর্থন জানালো চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৫ ০৩:২৭ এএম

পাকিস্তানকে সমর্থন জানালো চীন

পাকিস্তানকে সমর্থন জানালো চীন

চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, ‘জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষায় পাকিস্তানকে সমর্থন করবে চীন।

মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পর চীন জানিয়েছে, পাকিস্তানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় তারা দৃঢ়ভাবে দেশটির পাশে রয়েছে। মঙ্গলবার বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে চীন এই বার্তা দেয়।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনার মধ্যেও তারা সংলাপ ও শান্তিপূর্ণভাবে মতপার্থক্য মেটানোর উদ্যোগকে স্বাগত জানায়। বেইজিং সফরে থাকা পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার–এর সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন ওয়াং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “পাকিস্তান হচ্ছে চীনের ‘অত্যন্ত বিশ্বাসযোগ্য, দৃঢ় ও নির্ভরযোগ্য বন্ধু’ এবং দুই দেশের ‘সব পরিস্থিতিতে কৌশলগত সহযোগিতা’ আরও গভীর করা হবে।”

এদিকে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানানোর জন্য বৈঠকে ইসহাক দার চীনকে ধন্যবাদ জানান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি, চীন-পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পের দ্বিতীয় ধাপ নিয়ে গভীর আলোচনা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশের নেতৃত্ব।”

এর আগে, ইসহাক দার চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও–এর সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠকে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সিপিসির সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে একমত হন দুই নেতা।

লিউ বলেন, “চীন সব সময় পাকিস্তানকে ‘সব পরিস্থিতিতে কৌশলগত সহযোগী’ ও ‘অত্যন্ত বিশ্বাসযোগ্য, দৃঢ় ও নির্ভরযোগ্য বন্ধু’ হিসেবে দেখে থাকে। তাই চীন-পাকিস্তান সম্পর্ক সবসময় অগ্রাধিকার পাবে।”

ইসহাক দার সম্প্রতি চীনা পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বেইজিং পৌঁছান। সফরটি এমন এক সময় হলো, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে পেহেলগাম হামলার জেরে কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এবং যুদ্ধবিরতির পরেও পরিস্থিতি থমথমে রয়েছে।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 যুক্তরাষ্ট্রে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

 বাজেটে সরকারের ব্যাংক ঋণের লক্ষ্য বাড়ছে

বাজেটে সরকারের ব্যাংক ঋণের লক্ষ্য বাড়ছে

 বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে বসছেন বিশেষ সহকারী

বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে বসছেন বিশেষ সহকারী

 ইশরাকের মেয়র পদ নিয়ে রিটের আদেশ আজ

ইশরাকের মেয়র পদ নিয়ে রিটের আদেশ আজ

 গাজায় বিদেশি কূটনীতিকদের প্রতি ইসরায়েলি বাহিনীর গুলি

গাজায় বিদেশি কূটনীতিকদের প্রতি ইসরায়েলি বাহিনীর গুলি

সংশ্লিষ্ট

পাকিস্তানকে সমর্থন জানালো চীন

পাকিস্তানকে সমর্থন জানালো চীন

হোয়াইট হাউসে থাকাকালীন ক্যানসারে আক্রান্ত ছিলেন বাইডেন? উঠছে নানা প্রশ্ন

হোয়াইট হাউসে থাকাকালীন ক্যানসারে আক্রান্ত ছিলেন বাইডেন? উঠছে নানা প্রশ্ন

চাল কেলেঙ্কারিতে জাপানের কৃষিমন্ত্রীর পদত্যাগ

চাল কেলেঙ্কারিতে জাপানের কৃষিমন্ত্রীর পদত্যাগ

সিরিয়ায় পূর্ণমাত্রার গৃহযুদ্ধের শঙ্কা, মার্কিন সতর্কবার্তা রুবিওর

সিরিয়ায় পূর্ণমাত্রার গৃহযুদ্ধের শঙ্কা, মার্কিন সতর্কবার্তা রুবিওর