আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫ ০১:১৪ এএম
স্বেচ্ছায় নিজ দেশে ফিরলে অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রে বসবাসরত অনিবন্ধিত অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে উৎসাহিত করতে এক হাজার ডলার ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) এক বিবৃতিতে জানিয়েছে, 'সিবিপি হোম' নামের একটি অ্যাপের মাধ্যমে যাঁরা আগেভাগে সরকারকে জানাবেন, তাঁদের গ্রেপ্তারের ঝুঁকি কম থাকবে এবং দেওয়া হবে ভ্রমণ খরচ।
অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোম বলেন, “অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারীদের জন্য স্বেচ্ছায় নিজ দেশে ফেরা হচ্ছে সবচেয়ে নিরাপদ, সাশ্রয়ী ও যুক্তিযুক্ত পথ।”
ডিএইচএস জানিয়েছে, একজন অভিবাসীকে জোরপূর্বক বিতারণে গড় খরচ ১৭ হাজার ডলার, যা স্বেচ্ছা প্রত্যাবাসন কর্মসূচির তুলনায় অনেক ব্যয়বহুল। ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে এক লাখ ৫২ হাজার জনকে দেশে ফেরত পাঠিয়েছেন। তবে এই সংখ্যা বাইডেন প্রশাসনের তুলনায় কম।
চলতি কর্মসূচিতে ভবিষ্যতে বৈধভাবে ফিরে আসার সম্ভাবনা সংরক্ষণের কথাও বলা হলেও, সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার উল্লেখ নেই।
ভেরের আকাশ//হ.র