× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

"দ. কোরিয়ায় সাবেক প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা"

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২৫ ০৫:৪৪ পিএম

"দ. কোরিয়ায় সাবেক প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা"

"দ. কোরিয়ায় সাবেক প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা"

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক সু এবং সাবেক অর্থমন্ত্রী চোই সাং মোক-এর বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সামরিক আইন ঘোষণার চেষ্টার ঘটনায় তদন্তের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, মে মাসের মাঝামাঝি সময় থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। সোমবার (২৬ মে) দেশটির অপরাধ তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ শেষে নিষেধাজ্ঞার বিষয়টি চূড়ান্ত করা হয়।

২০২৩ সালের ৩ ডিসেম্বর প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিতর্কিত সামরিক আইন ঘোষণার পর থেকেই তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। এবার সেই তদন্তে সরাসরি জড়িত থাকার অভিযোগে হান ডাক সু ও চোই সাং মোককে ঘিরে উঠেছে নানা প্রশ্ন।

এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক সু জানান, সামরিক আইন জারির পরিকল্পনার বিষয়ে তিনি আগে থেকে কিছুই জানতেন না। অপরদিকে, সাবেক অর্থমন্ত্রী চোই দাবি করেন, তিনি প্রেসিডেন্ট ইউনের পাঠানো একটি নির্দেশনামূলক নোটিশ পেয়েছিলেন, তবে সেটি খুলে দেখেননি।

পুলিশ জানায়, চোই সাং মোককে ইতোমধ্যে দীর্ঘ ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে প্রেসিডেন্ট কার্যালয় থেকে উদ্ধারকৃত গোপন ফোনালাপের রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তদন্তের অগ্রগতি হয়।

এছাড়াও, সামরিক আইন বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন রাখার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে সাবেক জনপ্রশাসন ও নিরাপত্তামন্ত্রী লি সাং মিনকেও তলব করেছে পুলিশ। তার দেশত্যাগে নিষেধাজ্ঞা ইতোমধ্যে গত বছরের ডিসেম্বর থেকেই কার্যকর রয়েছে।

তদন্তের এ ধারা চলমান থাকায় দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংশ্লিষ্ট

গাজায় সৌদি আরবের খাদ্যসহায়তা পৌঁছাল, গেল ৭টি ট্রাক

গাজায় সৌদি আরবের খাদ্যসহায়তা পৌঁছাল, গেল ৭টি ট্রাক

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

গাজার মানবিক বিপর্যয় নাৎসি ক্যাম্পের চেয়েও ভয়াবহ: এরদোয়ান

গাজার মানবিক বিপর্যয় নাৎসি ক্যাম্পের চেয়েও ভয়াবহ: এরদোয়ান

গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল সফরে যেতে পারেন ইউরোপের তিন পররাষ্ট্রমন্ত্রী

গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল সফরে যেতে পারেন ইউরোপের তিন পররাষ্ট্রমন্ত্রী