আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫ ১১:৪৭ পিএম
কাতারে ট্রাম্পকে বিলাসবহুল সংবর্ধনা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারে পৌঁছানোর পর দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির পক্ষ থেকে একটি জাঁকজমকপূর্ণ সংবর্ধনা পেয়েছেন। লুসাইল প্রাসাদে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে, সৌদি আরব সফর শেষে কাতারে যান ট্রাম্প। উপসাগরীয় এই দেশটির তরফ থেকে তাকে দেওয়া হয় অত্যন্ত সম্মানজনক অভ্যর্থনা।
এদিকে সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, ২৫ বছর পর যুক্তরাষ্ট্র-সিরিয়ার মধ্যে সরাসরি বৈঠকের আগের দিন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার রিয়াদে অনুষ্ঠিত এক সম্মেলনে ট্রাম্প ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়। বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “সিরিয়ার জন্য এটি একটি নতুন সূচনা। আমরা একসঙ্গে আগাতে চাই।”
তিনি আরও জানান, এই সিদ্ধান্তের পেছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ানের সঙ্গে হওয়া আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
হোয়াইট হাউজের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়াকে আহ্বান জানিয়েছেন— যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় থাকা ফিলিস্তিনি সংগঠনগুলোর সদস্যদের দেশ থেকে বহিষ্কার করতে এবং আইএস বন্দিদের নিরাপত্তার দায়িত্ব নিতে। পাশাপাশি, ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশের সঙ্গে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
ভোরের আকাশ/হ.র