আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫ ০৫:২৫ এএম
অর্থসংকটে বন্ধ হয়ে গেল আল জাজিরা বলকানসের সম্প্রচার
চৌদ্দ বছর প্রচারের পর সম্প্রচার বন্ধ করে দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বলকানস শাখা। শনিবার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হয় বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
দুপুরের দিকে আল জাজিরা বলকানসের শেষ সংবাদ পরিবেশন করেন উপস্থাপিকা দালিজা হাসানবেগোভিচ। সম্প্রচারের শেষ মুহূর্তে তিনি বলেন, “এটাই ছিল আল জাজিরা বলকানসের শেষ সংবাদ অনুষ্ঠান। প্রায় ১৪ বছর আমাদের ওপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ।”
স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠন জানিয়েছে, আর্থিক সংকটের কারণেই এই জনপ্রিয় চ্যানেলটির সম্প্রচার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এএফপির প্রতিবেদনে বলা হয়, বন্ধের কারণ সম্পর্কে চ্যানেল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
২০১১ সালের নভেম্বরে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো থেকে যাত্রা শুরু করেছিল আল জাজিরা বলকানস। সাবেক যুগোস্লাভিয়ার বিভিন্ন দেশে প্রচলিত সার্বো-ক্রোয়েশিয়ান ভাষায় সংবাদ সম্প্রচার করে আসছিল এই চ্যানেলটি।
যুদ্ধবিধ্বস্ত বলকান অঞ্চলে যুগোস্লাভ ফেডারেশনের ভাঙনের পর এটিই ছিল প্রথম আঞ্চলিক সংবাদ চ্যানেল। আঞ্চলিক গণমাধ্যমের ইতিহাসে এই চ্যানেলটি একটি উল্লেখযোগ্য নাম হয়ে উঠেছিল।
চ্যানেলটিতে কর্মরত ছিলেন প্রায় ২০০ জন সাংবাদিক ও কর্মী। হঠাৎ করে সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো।
ক্রোয়েশিয়ার সাংবাদিক সমিতি এবং দেশটির সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে জানায়, “যেসব সমাজে গণমাধ্যমের বহুত্ববাদ দুর্বল কিংবা অনুপস্থিত, সেখানে এই সিদ্ধান্ত একটি গণতান্ত্রিক ক্ষতি। এটি স্বাধীনতা ও সত্যের ক্ষেত্রকে আরও সংকুচিত করবে।”
এছাড়া বসনিয়ার সাংবাদিক সংগঠন ‘বিএইচ নোভিনারি’ বলেছে, “চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ায় দর্শকরা একটি নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে বঞ্চিত হবেন।”
কালের সমাজ//হ.র