আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫ ০৪:১৫ পিএম
লিবিয়ায় শান্তির ডাক: স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান আফ্রিকান ইউনিয়নের
লিবিয়ার রাজধানী ত্রিপলিতে সাম্প্রতিক সহিংসতা ও বিক্ষোভের প্রেক্ষিতে দেশটিতে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। শনিবার (২৪ মে) এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
আল-আরাবিয়াহর খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ত্রিপলিভিত্তিক সরকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বী একটি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন বলে জাতিসংঘ নিশ্চিত করেছে। সংঘর্ষ থেমে গেলেও আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি হয়নি। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি শান্তিচুক্তির লক্ষ্যে কাজ চলছে।
আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, ‘লিবিয়ার জনগণের অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ পুনর্মিলন প্রক্রিয়া শুরু হওয়া উচিত, যাতে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ না থাকে।’
বর্তমানে লিবিয়া দুটি রাজনৈতিক শিবিরে বিভক্ত। একটি জাতিসংঘ স্বীকৃত সরকার, যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী আব্দুলহামিদ দবেইবা। অপরটি পূর্বাঞ্চলভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রশাসন।
সাম্প্রতিক উত্তেজনার সূচনা ঘটে প্রধানমন্ত্রী দবেইবার অনুগত ৪৪৪ ব্রিগেড এক প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর নেতাকে হত্যার পর। এরপরই রাদা নামের একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়ায় ৪৪৪ ব্রিগেড। রাদা বাহিনী ত্রিপলির কিছু পূর্বাঞ্চল ও বিমানবন্দর নিয়ন্ত্রণ করে।
এছাড়া রাজধানীতে দবেইবার পদত্যাগ দাবিতে বিক্ষোভও চলছে। বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, সরকারপন্থি কিছু গোষ্ঠীকে সুবিধা দেওয়া হচ্ছে, যা সংঘর্ষের অন্যতম কারণ।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটি রাজনৈতিক অস্থিরতা, সশস্ত্র গোষ্ঠীদের আধিপত্য এবং সহিংসতায় জর্জরিত।
আফ্রিকান ইউনিয়ন মনে করে, সংকট নিরসনে শুধুমাত্র লিবীয়দের নেতৃত্বে পরিচালিত অন্তর্ভুক্তিমূলক সংলাপই হতে পারে টেকসই সমাধানের পথ।
ভোরের আকাশ//হ.র