× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে বিদেশিদের মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড, মানবাধিকার সংস্থার তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ১১:১৭ এএম

সৌদিতে বিদেশিদের মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড, মানবাধিকার সংস্থার তীব্র নিন্দা

সৌদিতে বিদেশিদের মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড, মানবাধিকার সংস্থার তীব্র নিন্দা

সৌদি আরবে মাদক সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত দুই ইথিওপিয়ান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। চলতি বছরে এ নিয়ে সৌদি আরবে শতাধিক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর হলো। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

বৃহস্পতিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হাশিশ পাচারের অভিযোগে ইথিওপিয়ার খলিল কাসিম মুহাম্মদ ওমর এবং মুরাদ ইয়াকুব আদম সিয়ো নামের দুই নাগরিকের সর্বোচ্চ সাজা কার্যকর করা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সৌদিতে মোট ১৮৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে ১০১ জনই বিদেশি নাগরিক। ২০২৪ সালের নভেম্বরের আগেও এমন পরিসংখ্যান দেখা যায়নি।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, হাশিশ পাচারের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদণ্ড দেন এবং তা কার্যকর করা হয়।

এএফপির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সৌদিতে মোট ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এর আগের বছর এ সংখ্যা ছিল ১৭০ এবং ২০২২ সালে ছিল ১৯৬।

চলমান এই মৃত্যুদণ্ড কার্যকরের প্রবণতায় গভীর উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক উপ-পরিচালক ক্রিস্টিন বেকারলে বলেন, “আমরা একটি ভয়ঙ্কর প্রবণতা দেখছি, যেখানে বিদেশিদের এমন অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, যা কখনোই এমন শাস্তির আওতায় পড়া উচিত নয়।”

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা রিপ্রিভ জানায়, ২০২৫ সালে সৌদিতে যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাদের অর্ধেকেরও বেশি বিদেশি নাগরিক। তাদের বেশিরভাগই মাদক সংশ্লিষ্ট মামলায় দণ্ডিত।

সংস্থাটির মধ্যপ্রাচ্য মৃত্যুদণ্ড প্রকল্পের প্রধান জিদ বাসিউনি বলেন, “ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সৌদি আরবে একদিকে মরুভূমির রেভ পার্টি আয়োজন হচ্ছে, অন্যদিকে হাশিশ ব্যবহারের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে—এটা নিপীড়নেরই নামান্তর।”

অ্যামনেস্টির ভাষ্যমতে, ২০২২ সালের শেষ দিকে তিন বছর স্থগিত থাকার পর সৌদি আবারও মাদক-সংশ্লিষ্ট অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর শুরু করে। সংস্থাগুলো বলছে, দেশটির বিচার ব্যবস্থায় স্বচ্ছতার অভাব এবং বিদেশিদের প্রতি পক্ষপাতমূলক আচরণের কারণে তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংশ্লিষ্ট

গাজায় সৌদি আরবের খাদ্যসহায়তা পৌঁছাল, গেল ৭টি ট্রাক

গাজায় সৌদি আরবের খাদ্যসহায়তা পৌঁছাল, গেল ৭টি ট্রাক

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

গাজার মানবিক বিপর্যয় নাৎসি ক্যাম্পের চেয়েও ভয়াবহ: এরদোয়ান

গাজার মানবিক বিপর্যয় নাৎসি ক্যাম্পের চেয়েও ভয়াবহ: এরদোয়ান

গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল সফরে যেতে পারেন ইউরোপের তিন পররাষ্ট্রমন্ত্রী

গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল সফরে যেতে পারেন ইউরোপের তিন পররাষ্ট্রমন্ত্রী