আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ০৪:০৩ এএম
আদিয়ালা কারাগারে কী কী সুবিধা পাচ্ছেন ইমরান খান?
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। ২০২৪ সাল থেকে তাকে ‘বি-ক্লাস’ শ্রেণিভুক্ত বন্দি হিসেবে রাখা হয়েছে। তবে আদিয়ালার বন্দিদশায় তিনি পাচ্ছেন এমন কিছু বিশেষ সুবিধা, যা অন্য ‘বি-ক্লাস’ বন্দিদের জন্য সাধারণ নয়—এ তথ্য প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানকে রাখা হয়েছে একটি স্বতন্ত্র দ্বি-তল বিশিষ্ট সেলে। সেই সেলে এলইডি লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। বই পড়া ও সংগ্রহের স্বাধীনতা ছাড়াও পত্রপত্রিকা পাওয়ার ব্যবস্থা আছে। শারীরিক সুস্থতা রক্ষায় তার জন্য রয়েছে হাঁটার জায়গা ও সাইক্লিংয়ের সুযোগ।
ইমরানের জন্য রয়েছে বিশেষ খাবারের ব্যবস্থাও। তার পছন্দ অনুযায়ী নাশতা, দুপুর ও রাতের খাবার প্রস্তুতের জন্য কারা কর্তৃপক্ষ একজন বন্দিকে নির্দিষ্টভাবে দায়িত্ব দিয়েছে।
কারাগারে ইন্টারনেট ব্যবহারের অনুমতি না থাকলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইমরান খান এক্স (সাবেক টুইটার)-এ ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৪১৩টি বার্তা প্রকাশ করেছেন। এসব বার্তায় তিনি দলীয় নির্বাচন, শিয়ালকোট উপনির্বাচন এবং পিটিআইয়ের সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে দলের কর্মীদের নির্দেশনা দিয়েছেন।
আদিয়ালায় অন্তরীণ হওয়ার পর এক বছরেরও কম সময়ে ইমরান খান পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমে অন্তত ৪৫ বার শীর্ষ খবরে এসেছেন। পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যম যেমন: দ্য টেলিগ্রাফ, রয়টার্স, আইটিভি, ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজসহ অন্তত ১০টি বিদেশি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন।
বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় ইমরান খানকে সাধারণ আদালতে হাজির করা হয় না। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর শুনানির জন্য আদিয়ালা কারাগারেই অস্থায়ী আদালতের বেঞ্চ বসানো হয়। শুনানির সময় তিনি সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান।
কারাগার নথি অনুযায়ী, গত তিন মাসে অন্তত ৬৬ জন দর্শনার্থী ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদের মধ্যে পিটিআইয়ের নেতা, আইনজীবী ও সংসদ সদস্যরাও রয়েছেন। তার শারীরিক সুস্থতার বিষয়টি নিশ্চিত করতে কারা হাসপাতালের চিকিৎসকরা নিয়মিত পরীক্ষা করেন, যা দিনে তিনবারও হতে পারে।
প্রতিদিন কারাগারের বাইরে মুক্ত বাতাসে দুই ঘণ্টা শরীরচর্চার সুযোগ পান ইমরান খান। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার নিরাপত্তা, স্বাস্থ্য এবং আইনি অধিকার নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: জিও নিউজ
ভোরের আকাশ//হ.র