আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫ ০৬:৫৪ এএম
ইইউ পণ্যে ৫০% শুল্কের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
একইসঙ্গে, অ্যাপল যদি যুক্তরাষ্ট্রে আইফোন উৎপাদন না করে, তাহলে প্রতিষ্ঠানটির পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইইউ’র সঙ্গে বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়ন চায় পারস্পরিক শুল্ক হার শূন্যে নামিয়ে আনতে, তবে ট্রাম্প চান বেশিরভাগ পণ্যে অন্তত ১০ শতাংশ শুল্ক বজায় রাখতে।
বিশেষজ্ঞরা বলছেন, চীনের মতো একটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের ওপর ট্রাম্প যেখানে শুল্ক কমিয়ে ৩০ শতাংশে এনেছেন, সেখানে দীর্ঘদিনের মিত্র ইইউ’র পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি তার বাণিজ্য নীতির অসামঞ্জস্যতার ইঙ্গিত দেয়।
জার্মান অর্থনীতিবিদ মার্সেল ফ্র্যাটশার বলেন, “চীনের তুলনায় ইইউ’র ওপর বেশি শুল্ক আরোপ যুক্তিহীন ও বাণিজ্যিকভাবে অসঙ্গতিপূর্ণ পদক্ষেপ।”
বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনী প্রচারে আক্রমণাত্মক বাণিজ্য নীতির প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে তার এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র ও ইইউ’র মধ্যকার বাণিজ্য সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হতে পারে।
এদিকে, আগামী মাস থেকেই ইইউ পণ্যে ট্রাম্প ঘোষিত ৫০ শতাংশ শুল্ক কার্যকর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
সূত্র: আল জাজিরা
ভোরের আকাশ//হ.র