× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে বজ্রপাত ও ঝড়ে নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৫ ১২:০৬ এএম

ভারতে বজ্রপাত ও ঝড়ে নিহত ৪৫

ভারতে বজ্রপাত ও ঝড়ে নিহত ৪৫

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে প্রবল বজ্রপাত ও ঝড়ের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৫ জন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির প্রভাবে এই হতাহতের ঘটনা ঘটেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি ঝড়ে ক্ষতিগ্রস্ত ফসলের জরুরি মূল্যায়নের নির্দেশ দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে এই কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।

উত্তরপ্রদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত বজ্রঝড় ও দমকা হাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রাজ্যের মধ্যাঞ্চল ও তেরাই এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

ঝড়ে প্রাণ হারিয়েছে শুধু মানুষই নয়, পাখিও। ঝাঁসি জেলার সিংঘার গ্রামে প্রবল বাতাসে একটি পিপল গাছের ডাল ভেঙে পড়লে শতাধিক টিয়াপাখি হতাহত হয়। গাছটি গ্রামের মন্দির সংলগ্ন এলাকায় অবস্থিত এবং বহুদিন ধরেই সেখানে পাখির বাস ছিল।

জেলার বন কর্মকর্তা জে বি শেন্দে জানিয়েছেন, “এখন পর্যন্ত ৭০টি টিয়াপাখির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে এবং আহত প্রায় ৩০টি পাখির চিকিৎসা চলছে।”

উত্তরপ্রদেশে প্রতি বর্ষা মৌসুমেই বজ্রপাতে বহু প্রাণহানি ঘটে থাকে। তবে এবার ঝড়ের তীব্রতা ও প্রাণহানির সংখ্যা জনমনে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।

 

ভোরের আকাশ/হ.র

  • শেয়ার করুন-
 ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণ, আহত ৪

ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণ, আহত ৪

সংশ্লিষ্ট

অবসরের ইঙ্গিত এরদোগানের, নির্বাচনে আর অংশ নেবেন না

অবসরের ইঙ্গিত এরদোগানের, নির্বাচনে আর অংশ নেবেন না

ভারতে বজ্রপাত ও ঝড়ে নিহত ৪৫

ভারতে বজ্রপাত ও ঝড়ে নিহত ৪৫

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

তুরস্কজুড়ে বিশেষ অভিযানে ৫৬ সেনা কর্মকর্তা গ্রেপ্তার 

তুরস্কজুড়ে বিশেষ অভিযানে ৫৬ সেনা কর্মকর্তা গ্রেপ্তার