আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫ ১১:২০ পিএম
ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘আল্লাহর শত্রু’ ঘোষণা, ফতোয়া জারি ইরানের শীর্ষ ধর্মীয় নেতার
ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ‘আল্লাহর শত্রু’ হিসেবে ফতোয়া জারি করেছেন। তিনি বলেন, যারা ইসলামের নেতাদের হুমকি দেয়, তারা ‘যুদ্ধপিপাসু’ এবং ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি’ হিসেবে গণ্য হবেন।
সোমবার (৩০ জুন) এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি বিশ্বজুড়ে মুসলমানদের ওই দুই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ, ট্রাম্প ও নেতানিয়াহু ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দিয়েছেন।
ফতোয়ায় আরও বলা হয়েছে, সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্তদের বিরুদ্ধে ইরানি আইন অনুযায়ী মৃত্যুদণ্ড, শূলবিদ্ধকরণ, অঙ্গচ্ছেদ বা নির্বাসনের ব্যবস্থা নেওয়া হতে পারে। মুসলিম বা কোনো ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে এই শত্রুদের সঙ্গে সহযোগিতা বা সমর্থন সম্পূর্ণ অবৈধ এবং নিষিদ্ধ।
ফতোয়ায় উল্লেখ রয়েছে, ধর্মীয় দায়িত্ব পালনের পথে যারা ক্ষতিগ্রস্ত হন, তারা আল্লাহর পথে সংগ্রামরত যোদ্ধার মতো পুরস্কৃত হবেন।
বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনাই এই ফতোয়ার পেছনের মূল কারণ।
উল্লেখ্য, ইরানি ধর্মীয় নেতারা পূর্বেও গুরুত্বপূর্ণ ফতোয়া জারি করেছেন। বিশেষ করে ১৯৮৯ সালে লেখক সালমান রুশদির “শয়তানি আয়াত” উপন্যাস প্রকাশের পর তাকে মৃত্যুদণ্ডের ফতোয়া দেয়া হয়েছিল, যা ব্যাপক আলোচনার বিষয় হয়েছিল।
ভোরের আকাশ//হ.র