আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫ ১০:০৫ পিএম
বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ পাল্টাপাল্টি বাড়াল ভারত-পাকিস্তান
পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে এক দেশ অপর দেশের বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল, শুক্রবার (২৩ মে) তার মেয়াদ আরেক দফায় বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান চলতি মাসের শুরুর দিকে প্রতিবেশী দুই দেশের সামরিক সংঘাতের পর চলমান কূটনৈতিক উত্তেজনার মাঝে বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে।
পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। এমনকি ভারতীয় সামরিক বাহিনীর বিমানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আগামী ২৪ জুন পাকিস্তানের স্থানীয় সময় ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত পাকিস্তানের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময় পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় কোনও বিমান প্রবেশ করতে পারবে না।
এদিকে, পাকিস্তানের এমন ঘোষণার পর ভারকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সামরিক বিমানসহ পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমান আগামী ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় নিষিদ্ধ থাকবে।
ভোরের আকাশ/এসআই