আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫ ০২:১২ এএম
সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
ভারত-পাকিস্তানের চরম উত্তেজনার মধ্যে বিভিন্ন বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
বৃহস্পতিবার (৮ মে) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, আবারও পহেলগাম হামলার জন্য পাকিস্তানভিত্তিক গোষ্ঠীকে দোষারোপ করেছে তিনি। এ সময় পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বিক্রম মিশ্রি তা এড়িয়ে যান।
পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে তাদের এমন দাবির বিষয়ে প্রশ্ন করলে সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্র সচিব। এই বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে জানান তিনি।
এ ছাড়া ‘পাকিস্তানি বাহিনী ৫০ জন ভারতীয় সেনা হত্যা করেছে’ এমন দাবির বিষয়ে প্রশ্ন করা হলে সেটিও এড়িয়ে যান বিক্রম মিশ্রি। একইসঙ্গে ভারতের বিমান হামলায় পাকিস্তানে ১০০ জন নিহত হয়েছে, এই দাবির বিষয়েও কথা বলেননি তিনি।
ভারতের পররাষ্ট্র সচিব বলেন, এসব বিষয়ে বিস্তারিত জানার জন্য গণমাধ্যমকে অপেক্ষা করতে হবে।
এর আগে, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছিল ভারত। এ নিয়ে দুই দেশের মধ্যে দুই সপ্তাহ ধরে চরম উত্তেজনা চলতে থাকে। এরমধ্যেই গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।
ভোরের আকাশ//হ.র