আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ০২:৩২ এএম
মেক্সিকোর মহাসড়কের পাশে ২০ মরদেহ উদ্ধার
মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া প্রদেশে একটি মহাসড়কের পাশে থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যেখানে সবার শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সোমবার প্রাদেশিক প্রসিকিউটর দপ্তর জানায়, উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে চারটি রাস্তার ধারে পড়ে ছিল, বাকি ১৬টি একটি পরিত্যক্ত গাড়ির ভেতরে পাওয়া গেছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, সিনালোয়া অঞ্চলে গত এক বছরে সহিংসতা ব্যাপক মাত্রায় বেড়েছে। এটি প্রধানত সিনালোয়া কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা ইসমায়েল “এল মায়ো” জামবাদার সম্ভাব্য গ্রেপ্তার বা অপহরণের কারণে উস্কানি পেয়েছে বলে মনে করা হচ্ছে।
জামবাদা দাবি করেছেন, তিনি জেলবন্দি মাদক সম্রাট জোয়াকিন “এল চাপো” গুজমানের ছেলের হাতে অপহৃত হয়েছিলেন এবং জোরপূর্বক যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছিল। এর পর থেকেই সিনালোয়া কার্টেলের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রবল হয়েছে, যেখানে এল চাপোর অনুসারী ও তার ছেলেরা এক পক্ষ, আর জামবাদার ঘনিষ্ঠরা অন্য পক্ষ হিসেবে অবস্থান নিয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, এই সংঘর্ষে অন্তত ১২০০ জন নিহত হয়েছেন শুধু ওই এলাকায়। সিনালোয়া কার্টেলকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। মেক্সিকোর মোট ছয়টি বড় মাদক চক্র রয়েছে যাদের ওপর এই বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে।
২০০৬ সাল থেকে মাদক-সংক্রান্ত সহিংসতায় মেক্সিকোতে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ এবং ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।
ভোরের আকাশ//হ.র