× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসরের ইঙ্গিত এরদোগানের, নির্বাচনে আর অংশ নেবেন না

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৫ ০১:১১ এএম

অবসরের ইঙ্গিত এরদোগানের, নির্বাচনে আর অংশ নেবেন না

অবসরের ইঙ্গিত এরদোগানের, নির্বাচনে আর অংশ নেবেন না

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, তিনি আর কোনো জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বৃহস্পতিবার (২২ মে) হাঙ্গেরি সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

এরদোগান বলেন, ‘দেশের সুনাম বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। আমি আর প্রেসিডেন্ট পদে লড়তে চাই না।’

প্রায় দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এই নেতা আরও বলেন, তুরস্কের বর্তমান সংবিধান একটি ‘অভ্যুত্থানকালীন দলিল’, যা দিয়ে আধুনিক তুরস্ক এগিয়ে যেতে পারবে না। তিনি বলেন, ‘বিশ্ব বদলে যাচ্ছে, তুরস্কও বদলাচ্ছে। অভ্যুত্থানবাদীদের লেখা সংবিধান দিয়ে আমরা আর কিছু অর্জন করতে পারব না।’ এ সময় তিনি সংবিধান সংস্কারে বিরোধীদের সহযোগিতা কামনা করেন।

এরদোগানের এই ঘোষণার পরও রাজনৈতিক বিশ্লেষকরা তাঁর ইচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। গত মার্চে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু গ্রেপ্তারের ঘটনায় প্রেসিডেন্টের উদ্দেশ্য নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।

২০২৩ সালের নির্বাচনের আগে এরদোগান ঘোষণা দিয়েছিলেন, এটিই তাঁর শেষ নির্বাচন। তবে বর্তমান সংবিধানে তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে, যদি সংসদ আগেভাগেই নির্বাচন আহ্বান করে।

তুরস্কে এরদোগানের অবসরের ঘোষণা একদিকে যেমন রাজনৈতিক মাইলফলক হতে পারে, অন্যদিকে তেমনি প্রশ্নের জন্ম দিচ্ছে যে, তিনি সত্যিই ক্ষমতা ছেড়ে দেবেন, নাকি রাজনৈতিক প্রক্রিয়ায় নিজের প্রভাব ধরে রাখার কৌশল হিসেবে এটি বলছেন।

রাজনৈতিক ভবিষ্যতের নানা জল্পনা-কল্পনার মধ্যে এরদোগানের অবসরের এই বার্তা তুরস্কের আগামী দিনের রাজনৈতিক মানচিত্রে বড় একটি পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। তবে তার বাস্তবায়ন নির্ভর করবে ভবিষ্যতের সাংবিধানিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর।

 

ভোরের আকাশ/হ.র

  • শেয়ার করুন-
 ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণ, আহত ৪

ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণ, আহত ৪

সংশ্লিষ্ট

অবসরের ইঙ্গিত এরদোগানের, নির্বাচনে আর অংশ নেবেন না

অবসরের ইঙ্গিত এরদোগানের, নির্বাচনে আর অংশ নেবেন না

ভারতে বজ্রপাত ও ঝড়ে নিহত ৪৫

ভারতে বজ্রপাত ও ঝড়ে নিহত ৪৫

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

তুরস্কজুড়ে বিশেষ অভিযানে ৫৬ সেনা কর্মকর্তা গ্রেপ্তার 

তুরস্কজুড়ে বিশেষ অভিযানে ৫৬ সেনা কর্মকর্তা গ্রেপ্তার