আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ০৫:৫০ এএম
গাজায় ‘নিজেদের গুলিতে’ ৩১ ইসরায়েলি সেনা নিহত
গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে নিজেদের ভুলে ছোড়া গুলিতে (‘ফ্রেন্ডলি ফায়ার’) প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন ইসরায়েলি সেনা। ইসরায়েলি সেনাবাহিনীর ঘনিষ্ঠ গণমাধ্যম ইসরায়েল আর্মি রেডিও শুক্রবার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত মোট ৪৪০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে অভিযান চলাকালীন বিভিন্ন দুর্ঘটনায়, যা মোট মৃত্যুর প্রায় ১৬ শতাংশ।
‘ফ্রেন্ডলি ফায়ার’-এ নিহত ৩১ জন ছাড়াও, গোলাবারুদের দুর্ঘটনায় মারা গেছেন ২৩ জন, সাঁজোয়া যানচাপায় ৭ জন এবং অজ্ঞাত দিক থেকে ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন আরও ৬ সেনা। এসব ঘটনাকে সেনাবাহিনী "অভিযানকালীন দুর্ঘটনা" হিসেবে চিহ্নিত করেছে।
গত ১৮ মার্চ গাজায় ইসরায়েলের পুনরায় অভিযান শুরুর পর আরও ৩২ সেনার মৃত্যু হয়েছে, যাদের মধ্যে মাত্র দুজন দুর্ঘটনায় মারা গেছেন বলে জানানো হয়েছে। কর্মস্থলে দুর্ঘটনায় মারা যাওয়া আরও পাঁচ সেনার কেউ কেউ উঁচু স্থান থেকে পড়ে গেছেন, কেউ মারা গেছেন যান্ত্রিক ত্রুটিজনিত কারণে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে এমন একটি দুর্ঘটনা ঘটেছে, তবে এর বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনীর সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে শুরু হওয়া যুদ্ধের পর মোট ৮৮২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬ হাজার ৩২ জন।
অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এই যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য।
যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহলের বারবার যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও, ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলার কার্যক্রম চলমান রয়েছে।
ভোরের আকাশ//হ.র