আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ০৫:৪৮ এএম
সৌদিতে এক দিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর: মাদকবিরোধী অভিযানে কড়া অবস্থান
সৌদি আরবে এক দিনে আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার (৩ আগস্ট) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে বলা হয়, শনিবার দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলে চার সোমালি ও তিন ইথিওপীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে 'হাশিশ' চোরাচালানের অভিযোগ আনা হয়েছিল। এছাড়া, মাকে হত্যার দায়ে এক সৌদি নাগরিকেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সৌদি আরবে সাম্প্রতিক সময়ে মৃত্যুদণ্ড কার্যকরের হার উদ্বেগজনক হারে বেড়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে শুধু মাদক-সংশ্লিষ্ট অপরাধেই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ১৫৪ জনের ওপর।
২০২৪ সালে এখন পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৩৩৮, যা ১৯৯০-এর দশক থেকে শুরু হওয়া মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ডে সর্বোচ্চ।
বিশ্লেষকদের মতে, ২০২৩ সালে শুরু হওয়া ‘মাদকবিরোধী যুদ্ধ’-এর অংশ হিসেবে বর্তমানে বিচারপ্রাপ্ত আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। প্রায় তিন বছর মাদক মামলায় মৃত্যুদণ্ড স্থগিত রাখার পর, ২০২২ সালের শেষ দিকে সৌদি সরকার আবারও সর্বোচ্চ এই সাজা কার্যকর করা শুরু করে।
এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে মাদক-সংশ্লিষ্ট অপরাধে ১৯ জন, ২০২৩ সালে ২ জন এবং ২০২৪ সালে এখন পর্যন্ত ১১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
এই পরিস্থিতির তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক উপ-পরিচালক ক্রিস্টিন বেকারলে বলেন, “আমরা এক ভয়াবহ প্রবণতা লক্ষ্য করছি, যেখানে বিদেশিদের ক্রমবর্ধমান হারে এমন অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে— যেগুলোর জন্য কখনোই মৃত্যুদণ্ড প্রযোজ্য হওয়া উচিত নয়।”
মানবাধিকার কর্মীরা বলছেন, সৌদি কর্তৃপক্ষের ‘উন্মুক্ত ও সহনশীল সমাজ’ গঠনের প্রতিশ্রুতির সঙ্গে মৃত্যুদণ্ডের এই প্রবণতা সাংঘর্ষিক। এটি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন-২০৩০’ সংস্কার পরিকল্পনার ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করছে।
তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, মৃত্যুদণ্ড জনশৃঙ্খলা রক্ষায় একটি অপরিহার্য ব্যবস্থা এবং আপিলের সব পর্যায় শেষ হওয়ার পরই এ সাজা কার্যকর করা হয়।
সূত্র: এএফপি, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)
ভোরের আকাশ//হ.র