আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৫ ১২:১০ এএম
পাকিস্তানের সঙ্গে ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিতই থাকছে: জয়শঙ্কর
পাকিস্তানের সঙ্গে স্থগিত থাকা সিন্ধু পানি চুক্তি বহাল রাখার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, যতদিন না পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ করবে, ততদিন চুক্তির স্থগিতাদেশও বহাল থাকবে।
বৃহস্পতিবার (১৫ মে) এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়শঙ্কর এ মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভি এ তথ্য জানিয়েছে।
জয়শঙ্কর আরও বলেন, “পাকিস্তানের সঙ্গে যেকোনো বিষয় কঠোরভাবে দ্বিপাক্ষিকভাবেই সমাধান করতে হবে। এখানে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সুযোগ নেই। এটি ভারতের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি এবং তা অপরিবর্তিত রয়েছে।”
কাশ্মীর প্রসঙ্গে তিনি জানান, “পুরো কাশ্মীরই ভারতের অবিচ্ছেদ্য অংশ। এর একটি অংশ পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে। পাকিস্তান যদি ওই ভূখণ্ড ফেরত দিতে চায়, তাহলেই আলোচনার পথ খুলবে।”
তিনি আরও বলেন, “৭ মে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পেহেলগামের হামলাকারীদের শাস্তি দেওয়া হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছিল। পাকিস্তানের কাছে সন্ত্রাসীদের তালিকা রয়েছে, তাদের আমাদের হাতে তুলে দিতে হবে।”
সিন্ধু পানি চুক্তি বিষয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, “চুক্তিটি স্থগিত আছে এবং থাকবে যতদিন না পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়।”
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ভারত যদি সিন্ধু নদীর পানির প্রবাহ বন্ধ করতে চায়, তবে তাকে ‘অকল্পনীয় পরিণতি’ ভোগ করতে হবে।”
ভোরের আকাশ//হ.র