আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ০১:২৪ এএম
ইরানে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত বহু
ইরানের দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন। শনিবার প্রদেশটির রাজধানী শিরাজের দক্ষিণে একটি বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম, সূত্র আলজাজিরা।
ফার্স প্রদেশের জরুরি সংস্থার প্রধান মাসুদ আবেদ জানান, দুর্ঘটনায় আরও অন্তত ৩৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে পাহাড়ি এলাকায়, যা বাস চলাচলের জন্য বরাবরই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।
তিনি বলেন, “উদ্ধার তৎপরতা এখনও চলছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।” দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দুর্ঘটনাস্থলটি রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দূরে অবস্থিত।
উল্লেখযোগ্যভাবে, ইরানে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ এবং নিয়মিত ঘটনা। দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ১৭,০০০ মানুষ প্রাণ হারায়। বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা ব্যবস্থার দুর্বল প্রয়োগ, পুরনো যানবাহনের ব্যবহার এবং জরুরি সেবার সীমাবদ্ধতা এই উচ্চ মৃত্যুহারের অন্যতম কারণ।
সরকারি পরিসংখ্যান ও বিশ্লেষণ বলছে, সড়ক নিরাপত্তা জোরদার না করলে এই ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।
ভোরের আকাশ//হ.র