আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫ ০১:১৯ এএম
ফ্রান্সে বিয়ের রাতে বন্দুকধারীদের গুলি, কনে নিহত
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অ্যাভিগনন শহরের কাছে গৌল্ট নামের একটি গ্রামে বিয়ের রাতে বন্দুকধারীদের গুলিতে কনে নিহত হয়েছেন। আহত হয়েছেন বরসহ আরও অন্তত দুইজন। সোমবার (২৩ জুন) স্থানীয় কর্মকর্তা ও ফরাসি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
স্থানীয় সময় রবিবার ভোর সাড়ে ৪টার দিকে নবদম্পতি বিয়ের অনুষ্ঠান শেষে হল থেকে বের হওয়ার সময় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা গুলি চালায়। এতে ২৭ বছর বয়সী কনে নিহত হন। আহত হন ২৫ বছর বয়সী বর এবং ১৩ বছরের এক শিশু। এছাড়া আরও এক নারী হালকা আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা একটি গাড়িতে করে আসে এবং গুলি চালানোর পর পায়ে হেঁটে পালিয়ে যায়। এ সময় হলের ভেতরে ২৮ জন অতিথি উপস্থিত ছিলেন।
অ্যাভিগননের প্রসিকিউটর ফ্লোরেন্স গলতিয়ে জানান, গোলাগুলির সময় হামলাকারীদের একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি মাদক সংশ্লিষ্ট বিরোধের জেরে ঘটতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। ইতোমধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
হামলার পর থেকে পুলিশ হেলিকপ্টারের সহায়তায় পলাতক সন্দেহভাজনদের খুঁজতে অভিযান চালাচ্ছে।
স্থানীয় মেয়র ডিডিয়ের পেরেলো বলেন, “এই হলটি এমন কিছু লোক বিয়ের জন্য বুক করেছিল, যারা আমাদের গ্রামে বসবাস করে না। এমন ঘটনায় আমি অত্যন্ত ক্ষুব্ধ।”
গ্রামের এক রেস্তোরাঁ মালিক গিয়োম মোলিনাস বলেন, “এই ছোট গ্রামে এমন ভয়াবহ সহিংসতা শেষবার ঘটেছিল প্রায় ১২৫ বছর আগে। এই ঘটনায় পুরো গ্রামের বদনাম হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।”
ভোরের আকাশ//হ.র