আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৬ এএম
ভেনেজুয়েলা উত্তেজনা : পুয়ের্তো রিকোতে ১০ যুদ্ধবিমান পাঠাচ্ছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে পুয়ের্তো রিকোতে ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করছেন। এ সিদ্ধান্ত এসেছে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে।
মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক চোরাচালান চক্রের সঙ্গে সম্পর্কিত অভিযোগে অভিযুক্ত করছে। যুদ্ধবিমানগুলো দক্ষিণ ক্যারিবিয়ানে ইতিমধ্যেই মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে যুক্ত করা হবে।
সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পেন্টাগন জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন নৌযানের কাছে ভেনেজুয়েলার দুটি সামরিক বিমান উড়ে গিয়েছিল, যা ‘উসকানিমূলক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, মাদুরো দেশকে সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ঘোষণা করেছেন এবং তিন লাখ ৪০ হাজার সামরিক সদস্য ও ৮০ লাখের বেশি রিজার্ভ বাহিনীকে একত্রিত করেছেন। তিনি বলেছেন, যদি ভেনেজুয়েলা আক্রমণ করা হয়, তবে দেশ অবিলম্বে সশস্ত্র প্রতিরোধে যাবে।
মার্কিন নৌবাহিনী ইতিমধ্যেই ক্যারিবিয়ানে আটটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, যার মধ্যে রয়েছে ডেস্ট্রয়ার, ক্রুজার ও উভচর আক্রমণকারী জাহাজ। ভেনেজুয়েলার কাছে ১৯৮০-এর দশকে কেনা এফ-১৬ ছাড়াও কিছু রাশিয়ান যুদ্ধবিমান ও হেলিকপ্টার রয়েছে।
ভোরের আকাশ/হ.র