আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ০৫:১৪ এএম
মামদানিকে হারাতে দিল্লি ও নিউইয়র্কে সরব কট্টর হিন্দু গোষ্ঠী
ভারতের রাজধানী দিল্লি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পর্যন্ত কট্টর হিন্দু গোষ্ঠীগুলো জোহরান মামদানির বিরুদ্ধে তীব্র আক্রমণ চালাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি এবং তাদের সমর্থকরা মামদানিকে ‘হিন্দুবিদ্বেষী’ ও ‘মিথ্যাবাদী’ হিসেবে প্রচার করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভারতীয়-আমেরিকান হিন্দু সম্প্রদায়ও এই প্রচারণায় অংশগ্রহণ করছে। নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
নিউইয়র্ক সিটির মেয়র পদের প্রাথমিক নির্বাচনের ঠিক দুই দিন আগে স্ট্যাচু অব লিবার্টির ওপর দিয়ে একটি বিমান উড়ানো হয়, যা সামনে একটি ব্যানার ঝুলানো ছিল। ব্যানারে লেখা ছিল, “সেভ নিউইয়র্ক ফ্রম গ্লোবাল ইন্তিফাদা অ্যান্ড রিজেক্ট মামদানি” (ইন্তিফাদার বিশ্বায়ন থেকে নিউইয়র্ককে বাঁচাও এবং মামদানিকে প্রত্যাখ্যান করো)। এখানে ‘ইন্তিফাদা’ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের বিদ্রোহ বোঝায়। এ প্রতিবাদকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াই ‘ইন্তিফাদার বিশ্বায়ন’ হিসেবে পরিচিত।
জোহরান মামদানি মুসলিম এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচক। মোদি হিন্দু জাতীয়তাবাদী হিসেবে পরিচিত এবং তাঁর বিরুদ্ধে মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। গত মে মাসে মামদানী মোদিকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেন এবং মোদির নিউইয়র্ক সফরে বাধা দেওয়ার চেষ্টা করেন। তিনি ভারতীয়-আমেরিকানদের মধ্যে বিতর্কিত রাজনীতির প্রসার ঘটিয়েছেন এবং এক রাজ্য বিধায়ককে নির্বাচনী অনুদান ফেরত দিতে বলেছিলেন, যাদের তিনি ‘হিন্দু ফ্যাসিবাদী’ বলে অভিহিত করেন।
বিশ্লেষকরা মনে করেন, দিল্লির রাজনৈতিক উত্তেজনা নিউইয়র্কের নির্বাচনে সরাসরি প্রভাব ফেলতে পারে। ভারতে মোদিপন্থি সংবাদমাধ্যম এবং লাখ লাখ স্মার্টফোন ব্যবহারকারী মামদানির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। মোদি ও বিজেপির সঙ্গে যুক্ত কিছু ভারতীয়-আমেরিকান গোষ্ঠী সুচারুভাবে কাজ করে মামদানির প্রতিদ্বন্দ্বীদের জন্য অর্থ সংগ্রহ করছে।
‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেইট’-এর পরিচালক রকিব নায়েক বলেন, “ভারতভিত্তিক হিন্দু জাতীয়তাবাদী এবং আমেরিকান হিন্দু গোষ্ঠীগুলো একযোগে মামদানিকে হিন্দুবিরোধী প্রার্থী হিসেবে উপস্থাপন করছে।”
এভাবেই দিল্লি থেকে শুরু হওয়া রাজনৈতিক বিরোধিতা আন্তর্জাতিক প্রেক্ষাপটে পৌঁছে নিউইয়র্কের নির্বাচনী মহড়ায় প্রভাব বিস্তার করছে।
ভোরের আকাশ//হ.র