অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫ ০১:২৮ এএম
ট্রাম্পের পোপ হিসেবে এআই ছবি পোস্ট
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিজেকে পোপের মতো সাজিয়ে তৈরি করা একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
এই ছবি শুক্রবার (২ মে) ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম "ট্রুথ সোশ্যাল"-এ শেয়ার করা হয়।
ছবিতে ট্রাম্প সাদা পোপীয় পোশাক এবং রাজকীয় মুকুট পরিহিত অবস্থায় সিংহাসনে বসে আছেন। তার ডান হাতের আঙুল আকাশের দিকে নির্দেশ করছে, যা রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরুর মতো দেখাচ্ছে।
পোস্টের আগে, ট্রাম্প এক সাক্ষাৎকারে মজা করে বলেছিলেন, প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে তিনি নিজেকে দেখতে আগ্রহী। তিনি আরও বলেন, "আমি পরবর্তী পোপ হতে চাই, এটা হবে আমার এক নম্বর পছন্দ।"
প্রসঙ্গত, গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস।
ভোরের আকাশ//র.ন