× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিয়ায় সেনা সদরদপ্তরে ইসরায়েলের হামলা, 'দুর্বল' প্রমাণ হচ্ছেন প্রেসিডেন্ট সারা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ০৩:৪০ এএম

সিরিয়ায় সেনা সদরদপ্তরে ইসরায়েলের হামলা, 'দুর্বল' প্রমাণ হচ্ছেন প্রেসিডেন্ট সারা

সিরিয়ায় সেনা সদরদপ্তরে ইসরায়েলের হামলা, 'দুর্বল' প্রমাণ হচ্ছেন প্রেসিডেন্ট সারা

সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির সেনাবাহিনীর সদরদপ্তরে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৬ জুলাই) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট আহমেদ আল সারা দায়িত্ব নেওয়ার পর সিরিয়ার অভ্যন্তরে সবচেয়ে বড় হামলাগুলোর একটি এটি। গত সপ্তাহে সুয়েদা শহরে দ্রুজ এবং বেদুঈন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর সেখানে প্রবেশ করে সিরীয় বাহিনী। এরপর থেকেই ইসরায়েল একের পর এক হামলা শুরু করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার নতুন সরকার এখন গঠনপর্বে রয়েছে। তাদের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী উভয়ই দুর্বল। এই মুহূর্তে ইসরায়েলের টানা হামলার ফলে দেশটির সামরিক দুর্বলতা আরও প্রকট হয়ে উঠছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের সময়ও সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। টানা ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় ৪০০ সামরিক স্থাপনায় হামলা চালিয়ে সিরিয়াকে কৌশলগতভাবে পঙ্গু করে দেয় তারা।

নতুন প্রেসিডেন্ট সারা স্পষ্টভাবে জানিয়েছেন, তার সরকার যুদ্ধ চায় না। তবে বাস্তবতা হলো, ইসরায়েলের সঙ্গে প্রতিরোধ গড়ার সামরিক সক্ষমতাও তাদের নেই। ফলে ইসরায়েলের এসব আক্রমণের বিরুদ্ধে কার্যকর প্রতিক্রিয়া দেখাতে পারছেন না তিনি।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি প্রেসিডেন্ট সারাকে শুধু আন্তর্জাতিক পরিমণ্ডলে নয়, নিজ দেশের জনগণের চোখেও দুর্বল হিসেবে উপস্থাপন করছে। সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে বলেও জানিয়েছে বিবিসি।

সূত্র: বিবিসি

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে কর্মসূচি করবো: নাহিদ ইসলাম

জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে কর্মসূচি করবো: নাহিদ ইসলাম

সংশ্লিষ্ট

সৌদিতে শুধুমাত্র নারীদের জন্য ‘নারী চালক’ উবার সেবা চালু করছে

সৌদিতে শুধুমাত্র নারীদের জন্য ‘নারী চালক’ উবার সেবা চালু করছে

শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় গ্রেপ্তার

শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় গ্রেপ্তার

ওমান সাগরে ২০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাংকার জব্দ করল ইরান

ওমান সাগরে ২০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাংকার জব্দ করল ইরান

আমেরিকায় চুরি করতে গিয়ে ধরা ভারতীয় নারী

আমেরিকায় চুরি করতে গিয়ে ধরা ভারতীয় নারী