আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫ ১১:৪০ পিএম
মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবের পথে ট্রাম্প
মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরের অংশ হিসেবে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপির।
সোমবার (১২ মে) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের নিকটবর্তী জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ ঘাঁটি থেকে প্রেসিডেন্টের সরকারি বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ করে সৌদি আরবের পথে যাত্রা শুরু করেন তিনি।
হোয়াইট হাউস থেকে ট্রাম্পের সফরসূচি, সম্ভাব্য দ্বিপক্ষীয় চুক্তি কিংবা সংশ্লিষ্ট দেশের নেতাদের সঙ্গে বৈঠক সংক্রান্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৩ মে) থেকে শুক্রবার (১৬ মে) পর্যন্ত সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ইতালির রাজধানী রোমে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে সংক্ষিপ্ত সফর করেছিলেন ট্রাম্প। সেটিই ছিল তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফর।
এবারের মধ্যপ্রাচ্য সফরকে ‘ঐতিহাসিক’ বলে মনে করা হচ্ছে। সফরে গাজা ও ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সফরের সময় দেশটির সঙ্গে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র বিক্রির একটি প্রস্তাব দেবেন ট্রাম্প।
ভোরের আকাশ/হ.র