আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫ ০১:১৫ এএম
পারমাণবিক আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা
পারমাণবিক আলোচনার অগ্রগতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, প্রতিবারের আলোচনায় ওয়াশিংটনের অবস্থান পরিবর্তনের কারণে আলোচনা দীর্ঘায়িত হচ্ছে এবং পারস্পরিক আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
সোমবার (১৯ মে) আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘাই বলেন, “যতদিন পারস্পরিক বিরোধিতা এবং অবস্থান পরিবর্তন চলতে থাকবে, ততদিন আলোচনা থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে আস্থার পরিবেশ তৈরি করাও অসম্ভব।”
তিনি আরও বলেন, “ইরান দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ মোকাবিলা করেই আলোচনায় অংশ নিয়েছে। তবে ওয়াশিংটন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে চায় কেন—তা বোঝার কোনো যৌক্তিক ভিত্তি নেই।”
বাঘাই অভিযোগ করেন, “যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা ক্রমেই কূটনীতিবিরোধী দলের চাপে নতি স্বীকার করছেন, যাদের অবস্থানের মূল ভিত্তি ইসরায়েলি দখলদারিত্ব। এই শক্তি শান্তি ও সংলাপ প্রত্যাখ্যান করে এবং অঞ্চলে টানাপড়েন ধরে রাখার জন্য সচেষ্ট।”
তেহরানের মতে, যুক্তরাষ্ট্র যদি সত্যিকারের সমঝোতা চায়, তবে তাকে অবশ্যই আন্তরিকতা ও স্থিতিশীল অবস্থান দেখাতে হবে।
সূত্র: আল মায়াদিন
ভোরের আকাশ//হ.র