ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫ ০৮:৩৫ পিএম
ভ্রমণ ভিসায় হজ পালনের চেষ্টা, আটক ৪২
হজের নিয়ম লঙ্ঘন করায় অন্তত ৪২ জনকে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। তারা মূলত ভ্রমণ ভিসায় সৌদি গেছেন।
হজযাত্রীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে চলমান অভিযানের অংশ হিসেবে মক্কায় তাদের গ্রেফতার করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজের যথাযথ অনুমোদন ছাড়াই এসব ব্যক্তি মক্কা শহরে প্রবেশ করেন। কর্তৃপক্ষ এরই মধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু করেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্প্রতি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদনহীনভাবে হজ করার চেষ্টা বা এমন কাজে সহায়তা করলেই কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
নতুন বিধান অনুযায়ী, অনুমতিপত্র ছাড়া হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ লাখ ৪৪ হাজার টাকা। জিলক্বদের প্রথম দিন থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই শাস্তি শুধু স্থানীয়দের জন্য নয়, ভিসার যে কোনো ধরণে যারা মক্কা বা পবিত্র স্থানগুলোতে প্রবেশ করবেন বা অবস্থান করবেন, তারাও এর আওতায় পড়বেন।
সূত্র আরও জানায়, মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বা অবৈধভাবে প্রবেশকারী যারা হজ করার চেষ্টা করবেন, তাদের গ্রেফতার করে সৌদি আরব থেকে বের করে দেয়া হবে। পাশাপাশি আগামী ১০ বছর সৌদিতে ঢুকতে পারবে না।
ভোরের আকাশ/আমর