আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫ ০২:৩৬ এএম
ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান যুক্তরাষ্ট্রের
চলমান উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানকে অবিলম্বে সংলাপে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৭ মে) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে এমন আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, টেলিফোনে আলোচনার সময় রুবিও উভয় দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তা নিরসনে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।
রুবিও বলেন, যুক্তরাষ্ট্র চায় ভারত ও পাকিস্তান সরাসরি সংলাপে অংশগ্রহণ করুক এবং দ্বিপাক্ষিক উপায়ে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করুক।
জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার ভোরে ভারত ‘অপারেশন সিন্দুরের’ অধীনে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি স্থানে বিমান হামলা চালায়। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও।
সংকট ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমাদের অংশীদার ভারত ও মিত্র পাকিস্তান যেভাবে পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েছে, তা উদ্বেগজনক। আমরা আশা করি, দুই পারমাণবিক শক্তিধর দেশ দ্রুত উত্তেজনা হ্রাসে কার্যকর পদক্ষেপ নেবে।”
ভোরের আকাশ//হ.র