আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ০১:০০ এএম
ভারতে আশ্রয় নেওয়া আ.লীগ নেতাদের ইঙ্গিতে মমতার বিস্ফোরক মন্তব্য
ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতারা বর্তমানে ভারত সরকারের মদদে কলকাতায় অবস্থান করছেন। তিনি নাম উল্লেখ না করলেও, মোদি সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, “কয়েকজন অতিথিকে তো ভারত সরকার রেখে দিয়েছে। আমি কি বাধা দিয়েছি? দিইনি। কারণ, এখানে রাজনৈতিক বিষয় জড়িত।”
নিউটাউনে এক সরকারি অনুষ্ঠানে বৃহস্পতিবার বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে— এই কারণ দেখিয়ে ভারত সরকার কিছু মানুষকে আশ্রয় দিয়েছে। আমরা কখনো তার বিরোধিতা করিনি। তাহলে আপনারা কেন বাংলায় কথা বললেই কাউকে বাংলাদেশি তকমা দিচ্ছেন?”
তিনি কটাক্ষ করে প্রশ্ন তোলেন, “বাংলাদেশিদের নিয়ে যদি এত সমস্যা হয়, তাহলে কিছু বাংলাদেশিকে ভারত সরকার অতিথি হিসেবে রেখেছে কেন? আর তাদের রাখা নিয়ে আমরা তো কোনো আপত্তি করিনি।”
বাঙালি হেনস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “দেশের বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে, নির্বাসনের কথা বলা হচ্ছে। এমনকি রোহিঙ্গা বলেও আক্রমণ করা হচ্ছে। এটা বরদাস্ত করা যায় না।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, “১৯৭১ সালের ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী যারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে ভারতে এসেছেন, তারা সবাই ভারতের বৈধ নাগরিক। তারা কোনোভাবেই বাংলাদেশি নন।”
বাংলা ভাষাভাষীদের নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে তিনি বলেন, “বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললেই রিপোর্ট করুন! অথচ তারা জানেন না, বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে পঞ্চম।”
মমতা এও মনে করিয়ে দেন, “অনেকেই দেশভাগের আগেই বা ১৯৭১ সালে ভারতে চলে এসেছেন। তাদের মধ্যে ওপার বাংলার টান থাকতেই পারে। কিন্তু তারা বাংলাদেশি নন— তারা ভারতীয়।”
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: জিও নিউজ / স্থানীয় সংবাদ সংস্থাগুলো
ভোরের আকাশ//হ.র