আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫ ০৬:১৭ এএম
পুতিনের তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত তিন দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন—কমপক্ষে ৩০ দিনের যুদ্ধবিরতি না হলে কোনও অর্থপূর্ণ আলোচনা সম্ভব নয়।
শনিবার রাতে বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কিয়েভে একটি গোপন সাংবাদিক সম্মেলনে (যার বক্তব্য শনিবার প্রকাশ করা হয়) পুতিনের প্রস্তাবকে ‘নাটকীয় প্রদর্শনী’ বলে আখ্যা দেন জেলেনস্কি। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে পুতিন তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন।
জেলেনস্কি বলেন, "আমরা যুক্তরাষ্ট্রের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ভিত্তি হিসেবে নিয়েছি। মাত্র তিন দিনের যুদ্ধবিরতিতে কোনও কার্যকর আলোচনা সম্ভব নয়।”
এ সময় তিনি বিদেশি রাষ্ট্রপ্রধানদের ৯ মে’র বিজয় দিবসের অনুষ্ঠানে রাশিয়া সফর না করার অনুরোধ জানান। তিনি বলেন, “রাশিয়ার মাটিতে কী হচ্ছে, তার দায়িত্ব আমরা নিতে পারি না। সেখানে যারা যাবেন, তাদের নিরাপত্তার দায়িত্ব রাশিয়ার। আমরা কোনও সুরক্ষার গ্যারান্টি দিতে পারি না।”
জেলেনস্কির এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানায় রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এসব বক্তব্যকে “বিদেশি নেতাদের সরাসরি ভয় দেখানো” বলে মন্তব্য করেন।
এছাড়া রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জেলেনস্কিকে ‘উসকানিমূলক বক্তব্য’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
ভোরের আকাশ//র.ন