আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫ ০৬:৪০ এএম
পাকিস্তানে মৌসুমি ঝড়-বৃষ্টিতে এক সপ্তাহে নিহত ৩২, আহত ১৫০
পাকিস্তানে গত এক সপ্তাহ ধরে চলা মৌসুমি ঝড় ও বৃষ্টিপাতে কমপক্ষে ৩২ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) কেবল উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশেই ৫ জনের মৃত্যু হয়েছে।
দেশটির কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (৩১ মে) পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের মধ্যে অধিকাংশই প্রাণ হারিয়েছেন দেয়াল ও ছাদ ধসের ঘটনায়—এ সংখ্যা ৩০। বাকি দুইজনের মৃত্যু হয়েছে ঝড়ো হাওয়ায় উপড়ে যাওয়া সোলার প্যানেলের আঘাতে।
এর আগে, মে মাসের শুরু থেকে ২০ মে পর্যন্ত দেশটিতে চলছিল তীব্র তাপপ্রবাহ। তখন আবহাওয়া দপ্তর জানিয়েছিল, চলতি মে মাসে স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। দাবদাহ শেষ হতে না হতেই শুরু হয়েছে প্রবল ঝড়-বৃষ্টি।
জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যেই পাকিস্তানে বড় ধরনের বিরূপ প্রভাব ফেলছে। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে পাকিস্তান অন্যতম। প্রতিবছরই তাপপ্রবাহ, বন্যা ও ঝড়-বৃষ্টির কারণে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে দেশটিতে।
ভোরের আকাশ//হ.র