আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ০২:০৭ এএম
‘বিজয়ের পথে’ ইসরায়েল-দাবি নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলের বিমানবাহিনী তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা 'বিজয়ের পথে' রয়েছে। সোমবার দেশটির মধ্যাঞ্চলের তেল নোফ বিমানঘাঁটি পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি।
ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর বরাতে জানা যায়, ঘাঁটি পরিদর্শনের সময় নেতানিয়াহুর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির। ঘাঁটির সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি চলমান সামরিক অভিযানের অগ্রগতি নিয়েও আলোচনা করেন তিনি।
নেতানিয়াহু বলেন, “আমরা ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূলের দুটি প্রধান লক্ষ্য অর্জনের পথে রয়েছি। তেহরানের আকাশ এখন আমাদের নিয়ন্ত্রণে।”
তেহরানের সাধারণ নাগরিকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, “আমরা আপনাদের আগেই সতর্ক করেছি। রাজধানী ত্যাগ করুন। কারণ, আমরা ইরানি শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রিত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছি।”
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, “ইরানি শাসকগোষ্ঠী আমাদের নাগরিকদের, বিশেষ করে শিশু ও নারীদের হত্যায় মেতে উঠেছে। তাদের জবাবে আমরা আমাদের জাতিকে রক্ষায় সক্রিয় ভূমিকা নিচ্ছি।”
তিনি ঘাঁটির সেনাদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের ধন্যবাদ। সৃষ্টিকর্তার সহায়তায় আমরা এই পদক্ষেপে সফল হবো। আমাদের বিজয় না হওয়া পর্যন্ত আমরা থামবো না।”
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। অপরদিকে, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে অন্তত দুই ডজন মানুষের মৃত্যু হয়েছে এবং আরও অনেকেই আহত হয়েছেন।
নেতানিয়াহুর সাম্প্রতিক এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, তেহরানের আকাশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি কেবল সামরিক সাফল্যই নয়, বরং একটি কৌশলগত বার্তাও—যা ইরানকে রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপে ফেলতে পারে।
সূত্র: টাইমস অব ইসরায়েল, বিবিসি
ভোরের আকাশ//হ.র