আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫ ০২:৩৪ এএম
ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর
ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পাকিস্তানের শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোররাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলায় অবস্থিত এই বিমানবন্দর লক্ষ্য করে আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
পাকিস্তানের রহিম ইয়ার খানের ডেপুটি কমিশনার খুররম জাভেদ জানান, বিমানবন্দরের রাজকীয় লাউঞ্জ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং রানওয়ের পাশে অন্তত ১০ ফুট চওড়া গর্তের সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের সময় আশপাশের বাসিন্দারা ভোর ৪টা ১৫ মিনিটের দিকে বিকট শব্দ শুনেছেন বলেও জানান তিনি।
বিমানবন্দরটি সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের নামে নামকরণ করা হয়েছে এবং পাকিস্তান-আমিরাত বন্ধুত্বের প্রতীক হিসেবে বিবেচিত। ২০২৩ সাল থেকে বাণিজ্যিক ফ্লাইট স্থগিত থাকলেও, আমিরাতের রাজপরিবার মাঝে মাঝে এটি ব্যবহার করতেন।
বিমানবন্দরের কৌশলগত গুরুত্ব তুলে ধরে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ১৯৭৩ ও ২০১০ সালের ভয়াবহ বন্যার সময় এই স্থাপনাটি জরুরি ত্রাণ ও উদ্ধার তৎপরতার অন্যতম কেন্দ্র হিসেবে কাজ করেছিল।
এ হামলায় পাকিস্তান ও আমিরাতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কেও চাপ সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। তবে এই বিষয়ে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
ভোরের আকাশ/ হ.র