আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫ ০৭:৫৮ এএম
গাজা যুদ্ধ থামাতে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প
গাজায় চলমান সংঘাত থামাতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান জানিয়ে তিনি নেতানিয়াহুকে বার্তা পাঠাতে বলেছেন তার ঘনিষ্ঠদের।
মঙ্গলবার (২০ মে) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ হোয়াইট হাউজের দুই কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে। তারা জানান, গাজার শিশু ও সাধারণ মানুষের দুর্ভোগের ছবি দেখে ট্রাম্প হতাশ হয়েছেন এবং যুদ্ধ বন্ধের বিষয়ে নেতানিয়াহুর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।
এর আগে একটি খবরে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলকে ‘পরিত্যাগ’ করার হুমকি দিয়েছে। যদিও মার্কিন প্রশাসন এই দাবি অস্বীকার করেছে। তবে এক্সিওস বলছে, যুদ্ধ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য স্পষ্ট।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, “ট্রাম্প গাজায় যুদ্ধের দ্রুত অবসান চান। তিনি জিম্মিদের মুক্তি, মানবিক সহায়তা প্রবেশ এবং গাজার পুনর্গঠন কার্যক্রম শুরু দেখতে চান।”
গত সপ্তাহে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ মধ্যপ্রাচ্য সফর করেন এবং ইসরায়েল ও হামাস উভয়পক্ষকে যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করেন, যদিও তা এখনো ফলপ্রসূ হয়নি।
এদিকে, গাজার বেশিরভাগ অংশ ধ্বংস করে ২২ লাখ মানুষের স্থানচ্যুতির জন্য কাজ করছে ইসরায়েলি বাহিনী। এই মানবিক বিপর্যয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প। গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ নিশ্চিত করতে নেতানিয়াহুর ওপর চাপ বাড়িয়েছেন তিনি।
এক কর্মকর্তা জানিয়েছেন, গাজা যুদ্ধ ট্রাম্পের মধ্যপ্রাচ্যভিত্তিক ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি চান দ্রুত এ সংঘাতের ইতি টানা হোক।
এছাড়া গাজায় যুদ্ধবিরতি না হওয়ায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তার নির্ধারিত ইসরায়েল সফর স্থগিত করেছেন বলেও জানানো হয়েছে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সম্প্রতি হামাসের কাছে থাকা ইসরায়েলি-আমেরিকান জিম্মি ইদান আলেক্সান্ডারকে মুক্ত করতে ট্রাম্প প্রশাসন সরাসরি আলোচনায় যায় এবং তাকে ছাড়িয়ে আনে, যা নেতানিয়াহুর সহায়তা ছাড়াই করা হয়।
হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভেত্তি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প হামাসের কাছে স্পষ্ট করেছেন তিনি সব জিম্মির মুক্তি চান। অন্যদিকে ইসরায়েলকে বলেছেন, তিনি চান যুদ্ধ বন্ধ হোক।”
ভোরের আকাশ//হ.র