ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫ ০৭:০৬ এএম
পাকিস্তানে বোমা বিস্ফোরণে সাত সেনা নিহত
পাকিস্তানের বেলুচিস্তানে প্রদেশে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণে দেশটির সেনাবাহিনীর অন্তত সাত সেনা নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) বেলুচিস্তানের কাচ্ছি জেলায় আইইডি বিস্ফোরণে ওই সৈন্যরা নিহত হয়েছেন বলে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় প্রক্সি গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির সন্ত্রাসীরা কাচ্ছি জেলার মাচ এলাকায় সামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই এলাকায় সন্ত্রাসীদের নির্মূল করার জন্য অভিযান শুরু করা হয়েছে। ঘৃণ্য এই হামলার ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি মাটিতে পরিচালিত ভারত ও এর প্রক্সি গোষ্ঠীগুলোর ঘৃণ্য ষড়যন্ত্র পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা (এলইএ) এবং সাহসী জনগণ পরাজিত করবে।
বেলুচিস্তানে আইইডি বিস্ফোরণে পাকিস্তানি সাত সৈন্যের প্রাণহানির ঘটনায় ভারত-সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতার অভিযোগ করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
বছরের পর বছর ধরে পাকিস্তানের খনিজসমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহ চালিয়ে আসছে বিচ্ছিন্নতাবাদীরা। স্বাধীন বেলুচিস্তানের দাবিতে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে লড়াই করছে তারা।
ভোরের আকাশ/আমর