আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ০৩:৫৯ এএম
গাজার দুর্ভিক্ষ ঠেকাতে হামাসের ৩ দিনব্যাপী ‘গ্লোবাল প্রোটেস্টের’ আহ্বান
গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রতিবাদে তিন দিনব্যাপী ‘গ্লোবাল প্রোটেস্ট’ বা বিশ্বব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ‘অনাহারের অপরাধ বন্ধ করো’ স্লোগানে আগামী ২৫, ২৬ ও ২৭ জুলাই বিশ্বব্যাপী বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টেলিগ্রামে প্রকাশিত হামাসের একটি বিবৃতির বরাতে এ খবর জানায়।
বিবৃতিতে হামাস বলেছে, “মানুষ ক্ষুধা ও অপুষ্টিতে মারা যাচ্ছে। দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ প্রভাব দেখা যাচ্ছে শিশু, নারী ও বয়স্কদের মুখে। বিশ্বব্যাপী সন্দেহজনক নীরবতা এবং মানবিক বিপর্যয় ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপের অনুপস্থিতির মধ্যেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।”
সংগঠনটি আরও জানিয়েছে, যদি এই তিন দিনে আন্তর্জাতিক শক্তিগুলো ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে ব্যর্থ হয় এবং গাজার অবরোধ ও দুর্ভিক্ষ না থামে, তাহলে ভবিষ্যতেও লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।
হামাসের ভাষায়, “আগামী দিনগুলো দখলদারদের জন্য হোক তীব্র কান্নার, আর নীরব দর্শকদের জন্য হোক অপমানের। সমগ্র বিশ্ব এক কণ্ঠে উচ্চারণ করুক— ‘অনাহারের অপরাধ বন্ধ করো।’”
গাজায় ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এর আগেও বিশ্বব্যাপী প্রতিবাদ হয়েছে। বাংলাদেশও এ প্রতিবাদে সক্রিয় ভূমিকা রেখেছে।
২০২৩ সালের এপ্রিলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিপুল জনসমাগম হয়। সেখানে পাঠ করা ঘোষণাপত্রে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি, ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়।
‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ঘোষণা পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সেই ঘোষণাপত্রে ৪টি স্তরে আলাদা দাবি ও অঙ্গীকার তুলে ধরা হয়।
এছাড়া, বছরের শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন সংগঠন গাজার সঙ্গে সংহতি জানিয়ে ধারাবাহিকভাবে সভা, সমাবেশ, বিক্ষোভ ও মানববন্ধন আয়োজন করে আসছে।
ভোরের আকাশ//হ.র