ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫ ০৭:১১ পিএম
ছবি: সংগৃহীত
স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব চিকিৎসা প্রতিষ্ঠান থেকে ডেঙ্গুবিষয়ক দৈনিক তথ্য পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ফলে দেশের ডেঙ্গু পরিস্থিতির প্রকৃত চিত্র ফুটে উঠছে না। অপূর্ণাঙ্গ তথ্যের মাঝেও প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যুর খবর বেরিয়ে আসছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে একজন।
মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালে। এ জেলায় নতুন করে ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬৮ জন, ঢাকা বিভাগে ৭৩ জন (সিটি করপোরেশন বাদে), চট্টগ্রাম বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৮২ জন।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছে ৫৭৫ জন।
এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
ভোরের আকাশ/এসএইচ